কলকাতা ব্যুরো: অবশেষে ১৮ অনুর্ধ্বদের জন্যেও ভ্যাকসিন অনুমোদিত হলো ভারতে। এই প্রথম দেশে ছাড়পত্র পেল এমন টিকা যা প্রাপ্তবয়স্কদের সঙ্গে সঙ্গে ১২ বছরের ঊর্ধ্বের কিশোর-কিশোরীদের শরীরেও করোনার প্রতিরোধ তৈরি করবে। জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ ভ্যাকসিনের পর এবার করোনার বিরুদ্ধে লড়াই আরও জোরালো করতে ভারতে অনুমোদন পেলো জাইডাস ক্যাডিলা-এর তিন ডোজের ভ্যাকসিন। 

সংবাদ সংস্থা সূত্রে খবর, আপাতত দেশে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি পেল করোনার টিকা জাইকভ-ডি। ১২-১৮ বছর বয়সীদের জন্যেও এই টিকা সুরক্ষিত। Central Government’s Department of Biotechnology এবং ইন্ডিয়া কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (ICMR) সহায়তায় তৈরি এই টিকা চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল শেষে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য সরকার কমিটির কাছে ছাড়পত্র পেয়েছে। গত পয়লা জুলাই টিকার ছাড়পত্র চেয়ে আবেদন করেছিল আহমেদাবাদের ফার্মাসিটিউক্যাল সংস্থাটি। জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য চাওয়া হয়েছিল ছাড়পত্র।

তবে জরুরি ভিত্তিতে জাইকভ-ডি ব্যবহারের ছাড়পত্র মিললেও এই ভ্যাকসিন ভারতে ১২ উর্ধ্বদের কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে সরকারি তরফে কোনও সিদ্ধান্ত এখনও সামনে আসেনি।

Share.
Leave A Reply

Exit mobile version