কলকাতা ব্যুরো- লক ডাউনে কর আদায় না হওয়ায় কোষাগারে টান কলকাতা পুরসভার। তবে কর আদায়ের সরলীকরণ করতে ওয়েভার স্কীম চালু করেছে পুরসভা। এই সব বিষয় চালু হলেও এখনো পর্যন্ত জলকর নেওয়া হয় না কলকাতা পুরসভার তরফে। যার অন্যতম কারণ বর্তমান সরকার জল কর নেওয়ার ঘোরতর বিরোধী। তবে সরকার বদলালে সেক্ষেত্রে জলকর নেওয়া হতে পারে কি না তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে ।
আবার অন্যদিকে, জলের যথেচ্ছ ব্যবহার কমাতে বলছে পুরসভা। তবে সেদিকে নজর নেই, যথেচ্ছ জলের ব্যবহার শহর কলকাতা জুড়ে। অনেক জায়গাই কলের মুখে বলকক লাগানো নেই ফলে অবাধে নষ্ট হচ্ছে পানীয় জল। এই প্রেক্ষিতে পুরসভা সিদ্ধান্ত নিয়েছে অতিরিক্ত জল ব্যবহারের ক্ষেত্রে কর বসাবে পুরসভা। এতে খানিকটা হলেও জলের অপচয় রোধ করা যাবে বলে মনে করছে পুর কর্তৃপক্ষ।
তবে এই নিয়ম কবে থেকে কার্যকরী হবে তা নিয়ে সন্দেহ রয়েছে আধিকারিকদের মধ্যেই। কারণ জল কর বসাতে গেলে সেক্ষেত্রে প্রতি বাড়িতে জলের মিটার বসাতে হবে। কলকাতার প্রতি বাড়িতে আর এই মিটার বসানো যথেষ্ট সময় সাপেক্ষ। পাশাপাশি, বর্তমান সরকার ও পুরবোর্ড যেহেতু জল কর নেওয়ার ক্ষেত্রে নারাজ তাই এই সিদ্ধান্ত কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সংশয় রয়েছে। একইসঙ্গে শিয়রে নির্বাচন এসে যাওয়ায় সেই কাজেও হাত দেওয়া যাবেনা। তবে যদি পুর বোর্ড বদলায় সেক্ষেত্রে পরবর্তী সরকার কতটা এই চিন্তা ধারাকে এগিয়ে নিয়ে যায় বা তারা আদৌ জল করকে সমর্থন করে কিনা সেটা অবশ্য সময় বলবে।