কলকাতা ব্যুরো: ২০২০ সালে বিশ্ব শান্তি নোবেল দেওয়া হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে। এ কথা জানানো হয়েছে নোবেল কমিটির তরফে। গত বছর বিশ্বের ৮৮ টি দেশের আনুমানিক ১০ কোটি ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করেছিলো ওই সংস্থা। যা বিশ্বে ক্ষুধা দূরীকরণ এবং সংঘর্ষ এড়িয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পেরেছে বলে মনে করে নোবেল কমিটি।
২০১৯-র হিসেবে বিশ্বের প্রায় সাড়ে ১৩ কোটি মানুষ খেতে পারছিলেন না। সেই বিচারে এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। কঙ্গো, নাইজেরিয়া সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সংঘর্ষ এবং কোভিড পরিস্থিতির কারণে অনাহারে রয়েছেন বহু মানুষ। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের এই কর্মসূচির মাধ্যমে তাদের একটি বড় অংশের মানুষের মুখেই খাবার তুলে দেওয়া গিয়েছে বলে মনে করছে নোবেল কমিটি।