কলকাতা ব্যুরো: এখন থেকে ধর্ষণের অভিযোগে দু’মাসের মধ্যেই তদন্ত শেষ করতে হবে। ধর্ষণের ঘটনার প্রথমেই পুলিশকে এফআইআর করতে হবে। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মহিলাদের নিরাপত্তা নিয়ে পুলিশকে আরো কঠোর হতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। কোয়েল বছর আগে দিল্লির রাস্তায় চলন্তবাসে নির্ভ য়ার ঘটনার পর নারীদের নিরাপত্তায় আইনের সংস্কার হয়েছিল। এবার উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনায যথেষ্টই বিরম্বনায় ফেলেছে কেন্দ্রীয় সরকারকে। পাশাপাশি এই সময়ের মধ্যে রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে নারী নিগ্রহের ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে। আবার বলিউডের নায়িকার, পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ সামনে এসেছে। সব মিলিয়ে এই প্রেক্ষাপটে কেন্দ্রের নারীর নিরাপত্তায় ফের নির্দেশ জারি যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।
কেন্দ্রের পাঠানো সেই তালিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, যৌন হেনস্থা বা ধর্ষণের অভিযোগে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিতে হবে পুলিশকে। শুধু ধর্ষণ নই, যৌন হেনস্থার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।
এমনকি মাঝে মাঝে যেখানে ঘটনা ঘটেছে সেই এলাকার কোন থানার অন্তর্গত তা নিয়ে পুলিশের মধ্যে টানাটানি হয়। কেন্দ্রের নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, এলাকা ভাগের ইস্যুতে কোনভাবেই যেন এফআইআর করতে দেরি না হয়। যেকোনো জায়গায় এফআইআর করে পরবর্তীতে তা সংশ্লিষ্ট থানা কে পাঠিয়ে দিতে হবে। এমন কোন ঘটনা যদি ঘটে যেখানে পুলিশের মধ্যে এলাকা ভাগ নিয়ে গোলমালে এফআইআর-এ দেরি হয়, সে ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোন মহিলার যৌন হেনস্থা বা ধর্ষণের অভিযোগ উঠলে ২৪ ঘণ্টার মধ্যে তাকে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষা করাতে হবে।
যদি কোন মহিলা ধর্ষণ বা তার নৃশংসভাবে মারধরের পর মারা যান, তার আগে যদি তিনি কোন বয়ান দিয়ে যান, সেটিকেই প্রমাণ হিসেবে মান্যতা দিয়ে তদন্তকারী অফিসারকে তাতে বাড়তি গুরুত্ব দিতে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের ওই নির্দেশিকায়।

Share.
Leave A Reply

Exit mobile version