কলকাতা ব্যুরো: গায়ের সঙ্গে লেগে ছিল পোশাক। আর সেখানেই বিপত্তি। ঢিলেঢালা পোশাকের বদলে টাইট জামা গায়ে থাকার অপরাধে আফগানিস্তানের এক মহিলাকে খুন করলো তালিবান। মহিলার সঙ্গে ছিলেন না কোনও পুরুষ সঙ্গীও। রাস্তায় কোনও সঙ্গী ছাড়া একা বেরোনোর অপরাধে দিনের আলোয় রাস্তায় দাঁড়িয়ে ওই মহিলাকে গুলি করে খুন করলো তালিবানরা।

ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের উত্তরে বলখ প্রদেশে। জানা গিয়েছে, মহিলার নাম নাজনিন। মাজার-ই-শরিফ যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে একাই বেরিয়েছিলেন তিনি। এদিন মহিলা গাড়িতে ওঠার আগেই গুলি করে খুন করা হয় তাঁকে। যদিও স্থানীয় পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গুলি করে খুন করার মূল কারণ মহিলা বাড়ি থেকে একা বেরিয়েছিলেন বলেই। তাঁর সঙ্গে কোনও পুরুষ সঙ্গী ছিলেন না।

জানা গিয়েছে, নাজনিনের পরনে বোরখাই ছিল। ফলে তিনি টাইট পোশাক পরেছিলেন না ঢিলেঢালা পোশাক পরেছিলেন তা বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না। যদিও মহিলাকে খুনের অভিযোগ অস্বীকার করেছে তালিবানরা।

স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে সংবাদমাধ্যমের কাছে জানানো হয়েছে, সম্প্রতি একটি ফরমান জারি করা হয়েছে। যেখানে দিনের আলোয় হোক বা রাতের আঁধার পুরুষ সঙ্গী ছাড়া মহিলাদের বাড়ির বাইরে পা রাখতে নিষেধ করেছে তালিবানরা। এমনকি বাড়ির বাইরে মহিলাদের কাজ করার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ।

আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছে মহিলা ও শিশুদের উপরে অকথ্য নির্যাতন চালাচ্ছে তালিবানেরা। রেয়াত করা হচ্ছে না ছোট ছোট শিশু কন্যাদেরও। গুড়িয়ে দেওয়া হচ্ছে সাধারণ নাগরিকদের ঘর-বাড়ি। সরকারী কর্মী ও আধিকারিকদের উপর চলছে ব্যাপক মারধর। লুট করা হচ্ছে সরকারি সম্পত্তি ও গাড়ি। সর্বাধিক আক্রমণের মুখে পড়ছে শহরাঞ্চলগুলি। যদিও মহিলা, শিশুদের উপর কোনও অত্যাচার চালানো হয়নি বলেও দাবি করছে তালিবানেরা। এমনকী নাজনিনকে খুনের যে অভিযোগ শোনা যাচ্ছে তাও অস্বীকার করেছে তারা।

এদিকে আফগান সেনা ও মার্কিন বাহিনীর মিলিত আক্রমণে প্রায় ৬০০ তালিবান নিহত ও ৩০০ আহত হয়ে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি একটি বিবৃতি দিয়ে আফগান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই দাবি করা হয়েছে। এতে তালিবানের তরফে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version