কলকাতা ব্যুরো: অ্যাপ মোটরবাইকে মহিলা যাত্রী কে নিয়ে যাওয়ার সময় তার শ্লীলতাহানি অভিযোগে প্রায় দশ দিন পরে অভিযুক্ত সেই বাইক চালককে গ্রেফতার করল কলকাতা পুলিশ। অভিযুক্ত তার পরিচয় পত্র হিসেবে বছর দুয়েক আগে এই পেশা ছেড়ে দেওয়া এক ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করতেন। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, অনেকদিন আগেই এমন নানা দুষ্কর্মের অভিযোগে তার অ্যাপ মোটরবাইক চালানোর অনুমতি বন্ধ করে দিয়েছিল কোম্পানি। তারপরে অন্য নামে, নতুন নম্বর দিয়ে ফের এই পেশায় যুক্ত হয়।
ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ১৯ সেপ্টেম্বর রাতে বেহালার এক তরুণী কসবা থেকে ওই অ্যাপ মোটরবাইকে উঠেছিলেন। তারপর থেকেই অপ্রয়োজনে বাইকে ব্রেক কষতে থাকেন চালক এবং মহিলার গায়ে হাত দেওয়ার চেষ্টা করতে থাকেন ওই যুবক। কোনরকমে থেকে তিনি নেমে যান। অভিযোগ জানানোর পরে পুলিশ খোঁজ করতে করতে তিলজলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ওই অভিযুক্ত বাইক চালককে।