কলকাতা ব্যুরো: সিলিকন ভ্যালিতে রাজ্য সরকার আরো ১০০ একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিল মন্ত্রী সভা। এর আগেও ওই জায়গায় ১০০ একর জমি দেওয়া হয়েছিল। এই জমিতে কুড়িটি তথ্য প্রযুক্তি সংস্থা নতুন করে প্রতিষ্ঠান খুলতে পারবে। এর উপরে উইপ্র রাজ্যে একটি সফটওয়্যার কারখানা তৈরীর জন্য এ বছরেই কাজ শুরু করবে। মঙ্গলবার ক্যাবিনেট কমিটির মিটিং এর পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উইফে পাঠানো জবাবদিহি তুলে ধরেন তাতে উইপ্রো এ বছরই রাজ্যের অনুরোধ মেনে একটি সফটওয়্যার কারখানা কলকাতায় খোলার প্রস্তুতি শুরু করছে বলে জানানো হয়েছে।

শুধু কলকাতাই নয় উত্তরবঙ্গ নতুন শিল্প করার জন্য জমি দেওয়ার কথা এদিন জানান মুখ্যমন্ত্রী। জলপাইগুড়িতে স্টার সিমেন্টকে নতুন কারখানা তৈরীর জন্য জমি দিয়েছে রাজ্য সরকার। এবার করুনার জন্য কোন মেলা উৎসব অনুষ্ঠিত হতে পারছে না ফলে আর্থিক ভাবে ভয়ঙ্কর অনটনের মুখে পড়ছেন লক্ষ্য লক্ষ্য মানুষ সেই সমস্যা দূর করতে। এবার রাজ্যজুড়ে মেলা প্রদর্শনী ও উৎসবের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের তরফে ৬১৭ টি মেলা, প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। সেখানে যাবতীয় ছোট প্রতিষ্ঠান তাদের জিনিসপত্র বিক্রি করতে পারবে। ১৫৬ কোটি টাকার জিনিসপত্র ওই মেলা প্রদর্শনীতে কেনাকাটা হবে বলে মনে করছে রাজ্য সরকার। এর ফলে তিন লক্ষ ৬৪ হাজার কর্মসংস্থান হবে বলে দাবি।

Share.
Leave A Reply

Exit mobile version