কলকাতা ব্যুরো: বর্ষ শেষের আমেজকে রীতিমতো জমিয়ে দিচ্ছে শীতের দৌড়। টানা সাতদিন কলকাতা তাপমাত্রা ঘোরাফেরা করছে ১১-১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আলিপুরের পূর্বাভাস, আগামী দু’দিন অর্থাৎ বর্ষবরণের দিন জাঁকিয়ে শীত উপভোগ করবেন রাজ্যবাসী। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। রাজ্যের বেশ কিছু জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি রয়েছে। তাপমাত্রা সর্বত্রই রয়েছে স্বাভাবিকের নিচে। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পশ্চিম ভারত থেকে শীতল হাওয়া এসে কাঁপাচ্ছে রাজ্যকে।

শুক্রবার বছরের নতুন দিনও কনকনে ঠান্ডা থাকবে। রাজ্যের বেশ কিছু জেলায় এই দু’ দিন শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে। ফলে শীতের আমেজের মধ্যেই বর্ষবরণ উদযাপনের সুযোগ পাবেন এ রাজ্যের বাসিন্দারা। চলতি মরশুমে রীতিমতো ভেল্কি দেখাচ্ছে শীত। অক্টোবরেই হিমেল হাওয়ার পরশ পেয়েছে রাজ্য। ডিসেম্বরের শুরুতে ঠাণ্ডা সেভাবে না থাকলেও, দ্বিতীয় সপ্তাহের পর থেকেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের নিচে নামতে শুরু করে। অন্যদিকে, ঠান্ডায় কাঁপছে দিল্লি সহ গোটা উত্তর-পশ্চিম ভারত।

গত কয়েকদিন ধরে হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে চলছে তুষারপাত। এর ফলে রাজ্যে শীতল হাওয়া ঢোকায় বর্ষশেষ এবং বর্ষবরণের দিন কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা।

Share.
Leave A Reply

Exit mobile version