কলকাতা ব্যুরোঃ জানুয়ারি মাসেই বাংলায় উধাও শীত। শহরে ক্রমেই বাড়ছে তাপমাত্রা। আজও কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। চলতি সপ্তাহে পারদ আরও ঊর্ধ্বমুখী হবে বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর। মকর সংক্রান্তিতে ফের নামতে পারে তাপমাত্রার পারদ। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৪ ডিগ্রি। আজ শহরে আরও নিম্নমুখী পারদ। শুক্রবার সকালে শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। রাতে ও সকালে সামান্য শীতের আমেজ উপভোগ করেছে রাজ্যবাসী। বেলায় ক্রমেই চড়েছে পারদ। বাড়ছে অস্বস্তি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিয়ানব্বই শতাংশ। সর্বনিম্ন ৪৪ শতাংশ।
অন্যদিকে উত্তুরে হাওয়ায় বাধা সৃষ্টি করেছে পশ্চিমী ঝঞ্ঝা। পূবালী হাওয়ার কারনে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরেই থাকবে। আগামী কয়েকদিন তাপমাত্রা কমবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।উত্তর ভারতে কনকনে ঠান্ডা, বরফে ঢাকা জম্মু কাশ্মীর, লাদাখ। তুষারপাতের সম্ভাবনা হিমাচল সংলগ্ন এলাকায়। পারদ নামছে দিল্লি সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে।শৈত্যপ্রবাহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তর-পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের বেশকিছু রাজ্যে।