কলকাতা ব্যুরো: আজ থেকেই রাজ্যে নতুন দামে বিক্রি হবে মদ। রাজ্য সরকারের হিসেব অনুযায়ী, বিদেশি কিছু খুব দামী মদের ক্ষেত্রে দাম কিছুটা কমলেও, বাড়বে সাধারণ মদের দাম। যদিও লকডাউনের মধ্যে ৩০% যে দাম বৃদ্ধি করেছিল রাজ্য সরকার, তা অপরিবর্তিতই থাকছে।
ইতিমধ্যেই রাজস্থান সরকার লকডাউনের মধ্যে মদের উপরে যে বাড়তি কর বসিয়ে ছিল তা প্রত্যাহার করে নিয়েছে। অন্ধপ্রদেশ সরকারও মদের দাম কমিয়ে দিয়েছে। এরাজ্যে অবশ্য এখনই সে ব্যাপারে কোনো সুরাহা হবে বলে আশা করছেন না মদের দোকানের মালিক রা।
অর্থদপ্তর এর তৈরি করা নতুন দাম অনুযায়ী, বাইশটি ক্ষেত্রে দামের ভাগ করা হয়েছে। ফলে কিছু ক্ষেত্রে যেমন দাম কমার সুযোগ রয়েছে, তেমনি বেশকিছু ক্ষেত্রে মদের দাম বাড়বে বলে জানাচ্ছেন আবগারি দপ্তর এর অফিসাররা।
গত এপ্রিল মাসে লকডাউনের মধ্যে মদের দাম ৩০ শতাংশ বাড়ানোয় গতবারের এই সময়ের তুলনায় ৪০ শতাংশ বিক্রিতে হেরফের হয়েছে। এখন নতুন করে আবার দামের তালিকা তৈরি হওয়ায় তা তে ক্রেতারা কতটা লাভ পাবেন তা নিয়ে সংশয় রয়েছে ডিস্ট্রিবিউটর ও মদের দোকানের মালিকদের।
Previous Articleউত্তরে করোনা
Next Article নিম্নচাপের গেরোয় বৃষ্টির থেকেও ভোগাবে অস্বস্তি