কলকাতা ব্যুরো: দেশের বর্তমান সবচেয়ে কম বয়সী মন্ত্রী তথা কোচবিহারের বিজেপি সাংসদ কি ভারতে জন্মেছেন, নাকি তার জন্ম বাংলাদেশে? গত দুদিন ধরে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হওয়া একটি পোস্ট থেকে এই জল্পনা উসকে দিয়েছে। ফেসবুকে একটি পোস্টে দাবি করা হয়েছে, দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক বাংলাদেশের গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেছেন। যদিও এই ব্যাপারে সদ্য শপথ নেওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর তরফে এখনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

কিন্তু সোশ্যাল মিডিয়ার এই পোস্টকে হাতিয়ার করেই রাজনীতির ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। কোচবিহারের তৃণমূল নেতা পার্থ প্রতিম রায় বলেছেন, এমন একটি পোস্ট যথেষ্ট সংশয় তৈরি হয়েছে। বাংলাদেশের পলাশবাড়ী থানা হরিনাথপুর গ্রামে জন্মেছেন বলে দাবি করা হয়েছে ওই পোস্টে। এটা যদি মিথ্যে হয়, সে ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রয়োজনে ফেসবুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন।
বাংলাদেশের একটি ফেসবুক পেজ পুজোর মেলাতে নরেন্দ্র মোদির সঙ্গে নিশীথ প্রামাণিকের একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, আমাদের দেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ী গ্রামে জন্ম নেওয়া নিশীথ প্রামানিক ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আরও বেশ কিছু কথা লিখে তার প্রশংসায় এই পোস্ট করা হয়েছে।
যদিও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সাংসদ উম্মে কুলসুম স্মৃতি তার ব্যক্তিগত ফেসবুক পেজে ভারত সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে অভিনন্দন জানিয়ে পোস্ট দেয়ার পরপরই বিষয়টি সবার নজরে আসে।
নিশির প্রামাণিক কোচবিহার থেকে প্রথম কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি এবার টিম মোদি র সবচেয়ে কম বয়সী মন্ত্রী। ৩৫ বছর বয়সেই তিনি অমিত শাহের মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন। ফলে তার এই মন্ত্রিত্ব নিয়ে অনেকেরই মাথা ঘুরে গেছে। বরাবরই বিতর্কে মধ্যে থাকা নিশীথ প্রামানিক এর আগে তৃণমূলের সঙ্গে ছিলেন। পরবর্তীতে মুকুল রায়ের হাত ধরে বিজেপি যান। ২০১৯ সালে তিনি বিজেপির টিকিটে সাংসদ হন। আবার সদ্য শেষ হওয়া বিধানসভা ভোটে দলের নির্দেশে তিনি কোচবিহার থেকে বিধায়ক পদে লরেন। সেখানেও বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। তারপরেই মুকুল রায় তৃণমূল ফেরার পর নিশীথ প্রামাণিককে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যুক্ত করে বিজেপি সরকার।
তার জন্মস্থান নিয়ে পাওয়া তথ্য অনুযায়ী, গাইবান্ধার পলাশবাড়ী থানার হরিনাথপুর ইউনিয়নের ভেলাকোপা গ্রামের বিধু ভূষণ প্রামাণিকের ছেলে নিশীথ প্রামাণিক। তিনি দেশভাগের আগে ভারতের কোচবিহারে পাড়ি জমান। সেখানেই বিয়ে করেন। ১৯৮৬ সালে কোচবিহারের দিনহাটা থানার ভেটাগুড়ি গ্রামে জন্ম নেন নিশীথ। তিনি ভারতে লেখাপড়া শেষে শিক্ষকতার চাকরি নেন। পরে শিক্ষকতা ছেড়ে দিয়ে রাজনীতিতে পা দেন।

এখন এই ফেসবুক পেজের বক্তব্য নিয়ে যে বাড়তি হইচই শুরু হবে এবং তাতে বিজেপিকে কিছুটা বিড়ম্বনায় পড়তে হবে, তা একরকম স্পষ্ট। তবে তৃণমূল এই ইস্যু নিয়ে কতটা বেশি এগোতে পারবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ নিশীথ প্রামানিক রাজনীতিতে এসেছিলেন তৃণমূলেরই হাত ধরে। যদিও সে সময় মন্ত্রিত্বর মতো কোনো সাংবিধানিক কোনো পদে তিনি ছিলেন না।

Share.
Leave A Reply

Exit mobile version