কলকাতা ব্যুরো : বর্তমান প্রজন্ম হোয়াটসঅ্যাপ ছাড়া অচল। আর নিজের জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলতে বিভিন্ন ফিচার আনতে চলেছে হোয়াৎসঅ্যাপ। এবার থেকে মেসেজ এ কথা বলার মত সহজেই টাকা লেনদেন করা যাবে হোয়াৎসঅ্যাপ এর মাধ্যমে।

২০১৮ সালে হোয়াটসঅ্যাপ পেমেন্ট এর বিটা ভার্সন লঞ্চ হয়েছিল। ২০১৯ সালের শেষে এই ফিচারটি ভারতে লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন আইনি জটিলতার কারণে সেই সময়ে তা পিছিয়ে যায়। শেষমেষ সরকারের থেকে আনুষ্ঠানিকভাবে এই পেমেন্ট সিস্টেম চালু করার ছাড়পত্র পেল কোম্পানি। ভারতের হোয়াটসঅ্যাপ ইউজাররা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এর ছাড়পত্র পেলে ধাপে ধাপে হোয়াটসঅ্যাপ কে নিজেদের পেমেন্ট অ্যাপ এ দেশের মানুষের কাছে নিয়ে যেতে বলেছে সরকার।

এনটিসি অনুযায়ী প্রাথমিকভাবে দুই কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন যেখানে দেশে প্রায় ৪০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। বর্তমান ভারতের বাজার ধরে রেখেছে পেটিএম, গুগোল পে এবং ফোন পের মত সংস্থাগুলি। বেশ কিছু সময় ধরে হোয়াটস্যাপ তাদের পেমেন্ট সার্ভিস ভারতের শুরু করার চেষ্টা করছিল। তারা ভারতের ডিজিটাল পেমেন্ট মার্কেটে আসতে চাইছিল। হোয়াট্সঅ্যাপ পরিষেবাটি ইউপিআই ভিত্তিক। এই পরিষেবা টি চালু হলে যেকোনো জায়গা থেকে যেকোনো সময় মানুষকে টাকা পাঠানো যাবে। যেকোনো মানুষের একাউন্টে টাকা ট্রান্সফার করা যাবে। শুধু পেমেন্ট নয় আপনি আরো অনেক কাজ করতে পারবেন এটি দিয়ে।

ইউপিআই এর মাধ্যমে বিল পেমেন্ট করা যাবে বলেও জানা যাচ্ছে। অনলাইন পেমেন্ট করা যাবে। জানা যাচ্ছে দিনে একজন মানুষ এক লক্ষ টাকা ট্রানজেকশন করতে পারবেন। যদিও অনেক ব্যাংকে নিজেদের নিজেদের আলাদা টাকা ট্রানজেকশন লিমিট সেট করে রেখেছে। সেই ক্ষেত্রে আপনাকে ব্যাংকের সঙ্গে কথা বলতে হবে। দশটি আঞ্চলিক ভাষাতে ও ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপে। তবে ইউপিআই সাপোর্ট করে এমন ব্যাংকের ডেবিট কার্ড লাগবে গ্রাহকদের এই পরিষেবা ব্যবহার করার জন্য।

Share.
Leave A Reply

Exit mobile version