কলকাতা ব্যুরো: অনলাইনের পাশাপাশি এবার হোয়াটসআপেও সম্পত্তির মূল্যায়ন প্রক্রিয়া চালুর উদ্যোগ নিলো কলকাতা পুরসভা। শহরে এখনো পর্যন্ত মূল্যায়ন না হওয়া সব সম্পত্তির মূল্যায়নের প্রক্রিয়া দ্রুত শুরু করতে ও এই সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানের জন্য কলকাতা পুরসভার এই উদ্যোগ। এই উদ্দেশ্যে একটি হোয়াটসআপ নম্বর চালু করেছে কলকাতা পুরসভা।

পুরভবনে আজ প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম সাংবাদিকদের বলেন, 8335988888 এই হোয়াটসআপ নম্বরে মূল্যায়নের জন্য বা এই সংক্রান্ত সমস্যা জানিয়ে আবেদন করলে পুর কমিশনার বিনোদ কুমার আবেদনকারীর কাছে আধিকারিক পাঠিয়ে সমস্যার খোঁজ নেবেন। মূল্যায়নের জন্য বাড়িতে ফর্মও পাঠিয়ে দেওয়া হবে। বাড়িতে জায়গা বেশি থাকলে পুর আধিকারিকরা সেখানে শিবির করে সম্পত্তির মূল্যায়ন করে আসবেন। এসেসমেন্টের জন্য প্রয়োজনীয় নথি নিয়ে কোনো সমস্যা থাকলে তা এসএমএস বা হোয়াটস এপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এই কাজের জন্য পুর কমিশনার একজন আধিকারিক নিয়োগ করবেন। হোয়াটস এপের মাধ্যমে সম্পত্তি মূল্যায়ন সংক্রান্ত পুরো ব্যাপারটি পুর কমিশনার তত্বাবধান করবেন বলে ফিরহাদ হাকিম জানান। অনলাইনের পাশাপাশি এখন থেকে হোয়াটস এপের মাধ্যমেও সম্পত্তির মূল্যায়ন প্রক্রিয়া শুরু করে দিতে পারলে আগামী দেড় বছরের মধ্যে শহরের সব সম্পত্তি মূল্যায়ন সম্পন্ন হয়ে যাবে বলে ফিরহাদ হাকিম আশাপ্রকাশ করেন।

Share.
Leave A Reply

Exit mobile version