কলকাতা ব্যুরো: পর্যাপ্ত লোকাল ট্রেন চালানোর দাবিতে আজ ফের নবান্নে বৈঠকে বসছেন রাজ্য ও রেলের আধিকারিকরা। রেল কর্তৃপক্ষ প্রথম দফায় ১৫ শতাংশ ট্রেন চালানর আশ্বাস দিলেও তা মানতে নারাজ রাজ্য সরকার। মঙ্গলবার চিঠি দিয়ে পর্যাপ্ত ট্রেন প্রথম থেকেই চালানোর দাবি তোলা হয়েছিল। সেই হিসেবে প্রথমেই অন্তত ২১০ টি ট্রেন চালানোর জন্য দরবার করছে রাজ্য সরকার।
আজ নবান্নে বৈঠকে এ ব্যাপারে আরো এক প্রস্থ কথা হবে দু’পক্ষের মধ্যে। আজ রাজ্য সরকারের স্বরাষ্ট্র সচিব এই বৈঠকে হাজির থাকবেন। শুধু ট্রেন চালানো নয়, কিভাবে করোনা বিধি মেনে ট্রেন চালানো হবে, তা নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা। কারণ ইতিমধ্যেই রেল জানিয়ে দিয়েছে, অন্তত ৫০ শতাংশ আসন ফাঁকা রেখেই ট্রেন চালাতে হবে করোনা বিধি মানতে হলে। সে ক্ষেত্রে ১২০০ যাত্রীর জায়গায় ৬০০ যাত্রী নিয়েই চালাতে হবে ট্রেন।
কিন্তু যাত্রী আসন পূরণ হয়ে গেলে তারপরে ট্রেনে ওঠা যাত্রীদের কি করে আটকানো যাবে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। তাই রেল, রাজ্যের থেকে এ ব্যাপারে সাহায্য চেয়েছে। পুলিশ কোন কোন স্টেশনে নিরাপত্তা দিতে পারবে, সেই সব স্টেশনেই সেক্ষেত্রে ট্রেন থামানোর ব্যবস্থা করা হবে। আজ বৈঠকের পর কাল এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হতে পারে দুপক্ষের বৈঠকের পর।