কলকাতা ব্যুরো: রাজ্যের পরামর্শ মেনে নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় নজিরবিহীন সিদ্ধান্ত নিল। ফাইনাল ইয়ারের পরীক্ষা বাড়িতে বসেই দিতে পারবেন পরীক্ষার্থীরা। তার জন্য সময় মিলবে ২৪ ঘণ্টা।

শুধু কলকাতা নয়, একই সিদ্ধান্ত নিয়েছে বিদ্যাসাগর ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। শিক্ষকদের একাংশ তীব্র আপত্তি জানিয়েছেন ইতিমধ্যেই। পরীক্ষা প্রহসনে পরিণত হবে বলে মনে করছেন বেশ কিছু শিক্ষক, ছাত্র ও অভিভাবকরা। পড়ুয়ারা বই দেখে পরীক্ষা দেবে বলে শিক্ষা মহলের এক অংশের মত।

অন্যদিকে রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয়ের বক্তব্য, করোনা পরিস্থিতিতে এছাড়া পরীক্ষা নেওয়ার আর কোনো উপায় নেই। স্নাতক ও স্নাতকোত্তরের শেষ সেমিস্টার পরীক্ষা দিতে হবে বলে জানিয়েছিল ইউ জি সি। পরীক্ষা ছাড়া ডিগ্রী দেওয়া হবে যাবে না বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টও। তাই এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলোর।
ফাইনাল ইয়ারের পরীক্ষা হবে ১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে। পরীক্ষার রেজাল্ট বের হবে ৩১ অক্টোবর।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এ বছর প্রশ্নপত্র বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। ছাত্রছাত্রীরা উত্তর লিখে অনলাইন এ জমা করতে পারবেন।

Share.
Leave A Reply

Exit mobile version