কলকাতা ব্যুরো: প্রাকৃতিক বিপর্যয়ের সময় দুর্গত মানুষদের দ্রুত সরিয়ে আনতে দক্ষিণ ২৪ পরগনায় চারটি স্থায়ী হেলিপ্যাড তৈরি করছে রাজ্য সরকার। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উলগানাথন গত জুলাই মাসে এই চারটি হেলিপ্যাড তৈরির প্রস্তাব পাঠান পরিবহণ দফতরের কাছে। সেখানে তিনি জানিয়েছিলেন, বিগত কয়েক বছরে একাধিক বড় প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী থেকেছে দক্ষিণ ২৪ পরগনা ৷ তাই এই জেলায় জরুরি ভিত্তিতে চারটি হেলিপ্যাড তৈরি করা উচিত ৷

নবান্ন সূত্রে খবর, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সেই প্রস্তাব মতো হেলিপ্যাড তৈরির সবুজ সংকেত দিয়েছেন ৷ পূর্ত দফতরকে হেলিপ্যাড নির্মাণের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে ৷ গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ এবং ডায়মন্ডহারবার-২ ব্লকে এই হেলিপ্যাডগুলি তৈরি করা হবে।

প্রশাসন সূত্রে খবর, চারটি হেলিপ্যাড তৈরিতে ছয় একর জায়গাও চিহ্নিত হয়েছে ৷ গোসাবা গ্রাম পঞ্চায়েতে কৃষক বাজারের জন্য নির্ধারিত মাঠ, পাথরপ্রতিমার গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকা, কাকদ্বীপের শ্রীনগর গ্রাম পঞ্চায়েত এলাকা ও ডায়মন্ডহারবার-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাথুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই হেলিপ্যাড তৈরি করা হবে বলে আপাতত ঠিক হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে সুপার সাইক্লোন আমফান হানা দেয় পশ্চিমবঙ্গে। এই বছর মে মাসেও আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস। দু’টি সাইক্লোনের ক্ষেত্রেই দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদিও সরকারি তৎপরতায় ওই এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে ফেলা হয় ৷ তাতে প্রাণহানি অনেকটাই এড়ানো গিয়েছিল ৷

কিন্তু সেই কাজ করতে গিয়ে প্রতিপদে নানা বাধার সম্মুখীন হতে হয়েছিল প্রশাসনকে ৷ তাই হেলিপ্যাড তৈরি করা গেলে মানুষকে বর্তমানের তুলনায় আরও দ্রুত সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে বলে মনে করেন জেলাশাসক পি উলুগানাথন ৷ তাছাড়া প্রাকৃতিক দুর্যোগের পর প্রয়োজন পড়লে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যেতে পারে ৷ এই বিষয়গুলি মাথায় রেখেই রাজ্য সরকারকে হেলিপ্যাড তৈরির প্রস্তাব দেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ৷ তাঁর প্রস্তাব বাস্তবসম্মত মনে করেই তাতে রাজ্য সরকার সায় দিয়েছে বলে খবর ৷

তবে দক্ষিণ ২৪ পরগনায় সাগরদ্বীপে একটি স্থায়ী হেলিপ্যাড রয়েছে ৷ কিন্তু প্রাকৃতিক বিপর্যয় বা সাইক্লোনের সময় অধিকাংশ সময়ই সেটি জলের তলায় চলে যায় । তখন সমস্যা হয় ৷ তাই নতুন হেলিপ্যাড তৈরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।

Share.
Leave A Reply

Exit mobile version