কলকাতা ব্যুরো: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। তবে চড়বে তাপমাত্রার পারদ। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে ৷ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের দুটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বাকি জেলাগুলি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে।

এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জ থেকে দিঘা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । আগামী ২৪ ঘণ্টায় মৌসুমী অক্ষরেখা আরও উপরের দিকে অগ্রসর হবে। এরফলেই উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে।

কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশ।

Share.
Leave A Reply

Exit mobile version