কলকাতা ব্যুরো: পরীক্ষার ঠিক ৪৮ দিনের মাথায় জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করলো রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। র্যা ঙ্ক কার্ড পেয়েছেন ৮০ হাজার ১৩২ জন। যার মধ্যে ৫৮ হাজার ৬২৩ জন ছাত্র (৭৩.২ শতাংশ)। ২১ হাজার ৫০৯ জন ছাত্রী (২৬.৮ শতাংশ)। উত্তীর্ণের হার ৯৮.৫ শতাংশ।

প্রকাশিত তালিকা অনুযায়ী, এবারের রাজ্য জয়েন্টে প্রথম হয়েছেন বারাকপুর হীমাংশু শেখর। দ্বিতীয় স্থানাধিকারীর নামও হিমাংশু শেখর। তিনি শিলিগুড়ির ছাত্রী। তৃতীয় হয়েছেন সপ্তর্ষি মুখোপাধ্যায়। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে জাহ্নবী শ এবং কোচবিহারের কৌস্তভ চৌধুরী। সৌম্যপ্রভ দে হয়েছেন ষষ্ঠ। সপ্তম স্থান দখল করেছেন ঝাড়খণ্ডের বাসিন্দা দেবরাজ কর্মকার। অষ্টম স্থানে রয়েছেন কলকাতার অগ্নিধ্র্য দে। অনয় অধিকারী এবং শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় যথাক্রমে নবম এবং দশম হয়েছেন। তালিকার প্রথম দশের ছ’জনই CBSE বোর্ডের পড়ুয়া। দু’জন রয়েছেন ISC বোর্ডের।

প্রথম দশে CBSE বোর্ডের ছাত্রছাত্রীরা দাপট দেখালেও পাশের হারের দিক থেকে কিন্তু অনেকটাই এগিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই বোর্ডের মোট পরীক্ষার্থীর ৫২.২০ শতাংশই উত্তীর্ণ হয়েছেন। ৪১ হাজার ৮৩৯ জনই পাশ করেছেন। ISC বোর্ডের পরীক্ষার্থীদের পাশের হার ২.৬৮ শতাংশ। CBSE বোর্ডের পড়ুয়াদের পাশের হার ২৭.৭৪ শতাংশ। অন্যান্য পাশের হার ১৭.৩৭ শতাংশ।

শুক্রবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করে জানান, কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন শুরু হবে অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহ থেকে। কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হবে সেপ্টেম্বর মাসের মধ্যে। তিনি আরও জানান, ১০ শতাংশ আসন JEE মেনস-এর জন্য রেখে বাকি ৯০ শতাংশ আসনের কাউসেলিং হবে।

মেধাতালিকা এক নজরে
প্রথম- হিমাংশু শেখর ব্যারাকপুর সেন্ট্রাল মডেল স্কুল
দ্বিতীয়- হিমাংশু শেখর শিলিগুড়ি নির্মাণ বিদ্যা জ্যোতি হাইস্কুল
তৃতীয়- সপ্তর্ষি মুখোপাধ্যায় ফিউচার ফাউন্ডেশন স্কুল
চতুর্থ- জাহ্নবী সাউ সাউথ পয়েন্ট
পঞ্চম- কৌস্তভ চৌধুরী কোচবিহার জেনকিংস স্কুল
ষষ্ঠ- সৌম্যপ্রভ দে কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাইস্কুল
সপ্তম- দেবরাজ কর্মকার জামশেদপুর ডিবিএমএস কদমা হাইস্কুল
অষ্টম- অগ্নিধ্র দে সাউথ পয়েন্ট হাইস্কুল
নবম- অয়ন অধিকারী ক্যালকাটা বয়েজ স্কুল
দশম- শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর সেন্ট্রাল মডেল স্কুল

ফলাফল জানার জন্য wbjeeb.nic.in এবং wbresults.nic.in -এই দুই ওয়েবসাইটে লগ-ইন করতে হবে। হোমপেজে ‘লগইন’ অপশন থাকবে। সেখনে ক্লিক করে পরীক্ষার্থীর সংশ্লিষ্ট নথি বা ক্রেডেন্সিয়াল সাবমিট করলেই দেখা যাবে র্যা ঙ্ক কার্ড। ডাউনলোড করা যাবে রেজাল্ট। শুক্রবার বিকেল ৪টে থেকে পরীক্ষার্থীরা ওয়েবসাইটে দেখতে পাবে ফলাফল।
এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১ লক্ষ ২ হাজার। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ২৭৭ টি। মোট কেন্দ্রের মধ্যে এই রাজ্যে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ২৭৪টি। মোট ২০০ নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হয়েছিল।

Share.
Leave A Reply

Exit mobile version