কলকাতা ব্যুরো: ঘূর্ণাবর্তের জেরে মঙ্গল ও বুধবার রাজ্যে বৃষ্টি হবে বলে পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অফিস। আর সেইমতোই আজ সকাল থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং আগামিকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারীর বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা আজ পশ্চিমবঙ্গের উপকূলের খুব কাছাকাছি চলে আসবে। এর ফলে আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। এর মধ্যে উপকূলীয় জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়৷ উপকূলের লাগোয়া জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হবে। হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম ও উত্তর ২৪ পরগনায় আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি চললেও পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। উপকূলবর্তী জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। আজ দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
প্রবল বৃষ্টির সতর্কতার পাশাপাশি সমুদ্র উত্তাল থাকার কারণে আগামী দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির জেরে ফের জলমগ্ন হতে পারে শহরের বেশ কিছু এলাকা৷ এর পাশাপাশি বেশ কিছু সর্তকতা জারি করেছে আবহাওয়া অফিস। ভারী বৃষ্টিপাতের জেরে চাষের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। গ্রামের মাটির বাড়ি ও কাঁচা রাস্তা ভেঙে পড়তে পারে। নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। শহরের পুরনো বিপজ্জনক বাড়িগুলি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাই সকলকেই নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আগাম সর্তকতা জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.১ ডিগ্রি সেলসিয়াস৷ বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।