কলকাতা ব্যুরো- এতদিন ভুয়ো ভোটার কার্ডে ছেয়ে গিয়েছিল গোটা দেশ। তবে এবার ভুয়ো কার্ড ব্যবহার করে যাতে কোন জালিয়াতি না করা যায়, তার জন্যই ভোটার আইডি কার্ড পরিণত হতে চলেছে ডিজিটালে। ভোটাররা এবার সহজেই চাইলে এই ডিজিটাল কার্ড ডাউনলোড করতে পারবেন। সোমবার ২৫ শে জানুয়ারি “জাতীয় ভোটার দিবস”। দিল্লীর নির্বাচন কমিশন এদিন লঞ্চ করছে এপিক প্রকল্প। নির্বাচন একেবারে দোরগোড়ায়। চলতি বছরেই অসম, কেরল, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন।
নির্বাচন কমিশন সূত্রের খবর, দুটি ধাপে ডিজিটাল এপিক দেওয়া হবে। যারা প্রথমবার ভোটার কার্ডের জন্য আবেদন করছে তারা মোবাইল নম্বর দিয়ে ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মোবাইল নম্বরটি থাকতে হবে। প্রথম দফাটি চলবে ২৫ শে জানুয়ারি থেকে ৩১ শে জানুয়ারি পর্যন্ত।
আগামী ১ লা ফেব্রুয়ারী থেকে দ্বিতীয় দফায় ডিজিটাল ভোটার কার্ড দেওয়া শুরু হবে। যাদের এপিক নেই তাঁরা এই সময়ে আবেদন করতে পারবেন।এই ডিজিটাল কার্ডের সুবিধা প্রত্যেক গ্রাহকেরাই পাবেন। ইতিমধ্যে যারা ভোটার আইডি তৈরির সময় মোবাইল নম্বর দিয়েছেন তাঁরা ডিজিটাল কার্ড খুব শীঘ্রই পেয়ে যাবেন। এই কার্ডে দেওয়া থাকবে একটি QR code, ছবি, সিরিয়াল নম্বর, পাট নম্বর। এটি পরে মোবাইলে সেভ করা যাবে।