কলকাতা ব্যুরো: শেষ ল্যাপের দৌড়ে একেবারে শেষ মুহূর্তে কলকাতা পুলিশ কমিশনারের পদে এলে বিনীত গোয়েল। তিনি এ মাসেই অবসর নিতে যাওয়া সৌমেন মিত্রর জায়গায় বসবেন। এ বছরই সেপ্টেম্বরে তাকে রাজ্য স্পেশাল টাস্ক ফোর্স এর এডিজি পদে বসানো হয়েছিল। কলকাতার পুলিশ কমিশনার পদে শেষ পর্যন্ত রাজ্য তাকেই বেছে নিলো।

তবে কলকাতার দায়িত্ব কাকে দেওয়া হবে তা নিয়ে বেশ কয়েকমাস ধরেই জল্পনা চলছিল। সেই দৌড়ে জ্ঞানবন্ত সিং এর নাম সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসছিল। বিনীত গোয়েলের নামও ছিল কমিশনারের দৌড়ে। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় জানা যায় গোয়েল এর নামে সীলমোহর দিয়েছে রাজ্য সরকার। কলকাতা পুলিশ কমিশনার দৌড়ে থাকা জ্ঞানবন্ত সিং কে এডিজি সিআইডি দায়িত্বের সঙ্গেই স্পেশাল টাস্ক ফোর্সএর বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া বেশ কিছুদিন জেলায় ডিআইজি পদে রাখার পর ফের কলকাতায় ফেরানো হল প্রবীণ ত্রিপাঠিকে। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর জেলায় দক্ষতার সঙ্গে কাজ করার পরে রাজ্য সরকারের প্রভাবশালী মহলের ব্লু আইড বয় হয়ে ওঠা প্রবীণ ত্রিপাঠিকে কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু মাঝে কিছু সমস্যা তৈরি হয়। তারপরেই তাকে মালদা রেঞ্জের ডিআইজির মত তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ পদে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এদিন আরও বেশ কয়েকজন আইপিএস-এর বদলিতে সই করেন মুখ্যমন্ত্রী। মালদার নতুন পুলিশ সুপার করা হচ্ছে অমিতাভ মাইতিকে। অন্যদিকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের পুলিশ সুপার পদে অদল বদল করা হলো।

Share.
Leave A Reply

Exit mobile version