কলকাতা ব্যুরো: আদালত অবমাননার মামলা য় বিজয় মালিয়ার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি ইউইউ ললিত ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ জানিয়ে দেয়, এই আবেদনের কোন সারবত্তা নেই, তাই ওই আবেদন খারিজ করা হলো।

এর আগে দেশের শীর্ষ আদালত ওই আবেদনের শুনানি করে ২৭ আগস্ট রায় স্থগিত রাখে। ন’ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিয়ে তা শোধ না করার অভিযোগে বিজয় মালিয়ার বিরুদ্ধে মামলা করে স্টেট ব্যাংক সহ দেশের বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সমন্বয় কমিটি। সেই টাকা থেকে নিজের তিন ছেলে মেয়ের নামে ৪০ মিলিয়ন মার্কিন ডলার সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল কিং ফিশার মালিকের বিরুদ্ধে। ২০১৭ সালে তাকে আদালত ব্যাঙ্কগুলির টাকা ফেরতের নির্দেশ দিয়েছিল।

কিন্তু তিনি সেই নির্দেশ পালন করেননি এই অভিযোগে আদালত অবমাননার মামলা হয়। গত মাসে সেই আবেদন ফের আদালতে উঠলে দেখা যায় তিন বছর আগেই আদালত অবমাননার এই মামলা করা হলেও এতদিন তা চাপা পড়েছিল। এই তথ্য জানার পর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি বিভাগের বিরুদ্ধে ক্ষোভ দেখায় আদালত। কারা মামলার দায়িত্বে রয়েছেন, কে নির্দিষ্টভাবে এই মামলাটি তোলার দায়িত্বে ছিলেন, এরকম বেশ কিছু তথ্য জানতে চেয়েছে আদালত।

এমনকি মামলার বেশকিছু গুরুত্বপূর্ণ নথি সুপ্রিম কোর্টের হেফাজত থেকে সরে গেছে বলে অভিযোগ করা হয়েছে। আদালতের কাছে সব মিলিয়ে বিজয় মালিয়া মালিয়ার মামলায় প্রশ্নের মুখে পড়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিও।



Share.
Leave A Reply

Exit mobile version