কলকাতা ব্যুরো: বিদ্যাসাগরের ২০০ তম জন্মবর্ষ পূর্তিতে তাঁকে স্মরণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
এদিন এক টুইটে মমতা লেখেন , বাংলায় শিক্ষা, নারী শিক্ষা প্রসার, বিধবা বিবাহ প্রচলন, বাল্য বিবাহ বন্ধ এবং বহুগামিতা বন্ধে তাঁর আন্দোলনের কথা মনে রাখার মতো। তাঁর রচিত বর্ণপরিচয়ের কথাও স্মরণ করেন মুখ্যমন্ত্রী।
একইসঙ্গে আরো একটি টুইটে তিনি বলেন, দুর্ভাগ্যবশত কলকাতায় তাঁর একটি আবক্ষ মূর্তি ভেঙে দেয় বহিরাগতরা। মুখ্যমন্ত্রী নাম না করলেও ওই ঘটনায় অভিযোগের তির ছিলো বিজেপির তৎকালীন সভাপতি অমিত শাহের একটি মিছিল অংশগ্রহণকারীদের দিকেই।
এদিন কলকাতার রানী রাসমণি রোডের কাছে বিদ্যাসাগরের জীবন ও কর্মের ওপর একটি প্রদর্শনীর উদ্বোধন করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সাক্ষরতা আন্দোলন ও বিদ্যাসাগরের ওপর দীর্ঘদিন ধরেই কাজ করছেন বর্ষীয়ান এই সিপিএম নেতা।