কলকাতা ব্যুরো: মৃৎশিল্পী হিসেবে তার দাদু ও বাবা পেয়েছিলেন রাষ্ট্রপতি পুরস্কার। নদিয়ার কৃষ্ণনগরের সেই পরিবারের মেয়ে এবার গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের দোরগোড়ায় পৌঁছে গেছেন তিন লক্ষ দেশলাইয়ের কাঠি দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল সৌধ তৈরি করে।
বাবা সুবীর পাল কৃষ্ণনগরের মৃৎশিল্পী হিসেবে পরিচিত। তার মেয়ে কলেজ পড়ুয়া সহেলি পাল এবার বিশ্ব রেকর্ড গড়ার পথে। তার এই ওয়ার্ল্ড রেকর্ড গড়তে তিনি দেশলাই কাঠি দিয়ে তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়াল এর ভিডিও পাঠিয়ে দিয়েছেন গিনেশ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের কাছে। আগস্টে কাজ শুরু করে 30 সেপ্টেম্বর কাজ শেষ করে ফেলেছেন তিনি।
সহেলী এখন শুধু নিজে রেকর্ড গড়াই নোয়, ভেঙে দিতে পারেন ইরানের ম্যাসিম রাহমানির ইউনেস্কোর লোগো তৈরি রেকর্ড। ২০১৩ সালে ওই ইরানি শিল্পী এক লক্ষ ৭০ হাজার ৯৫১ টি দেশলাই কাঠি দিয়ে তৈরি করেছিলেন ওই লোগো। কলকাতা ইউনিভার্সিটি অধীনে কলেজে ইংরেজিতে এম এ করছেন সহেলি। এর আগে ২০১৮ সালে তিনি সবচেয়ে ছোট মাটির দুর্গা তৈরি করে রেকর্ড করে ফেলেছেন। এই কলেজপড়ুয়া শিল্পী ২.৫৪ সেন্টিমিটার আর ১.৯ সেন্টিমিটার ঠাকুর তৈরি করেছিলেন তিনি।
তাঁর দাদু বীরেন পাল ১৯৮২ সালে ও বাবা সুবীর পাল ১৯৯১ সালে মৃৎশিল্প হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version