কলকাতা ব্যুরো: ভারতেই তৈরি হচ্ছে কোভিড-১৯ প্রতিরোধে অন্তত তিনটি টিকা। আগামী বছরের গোড়াতেই তা চলে আসবে বাজারে। জুলাই মাসের মধ্যেই দেশের অন্তত ২৫ কোটি মানুষকে ওই টিকা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন। কিন্তু ১৩০ কোটির জনসংখ্যার দেশে প্রথমে কারা প্রথমে পাবেন ওই টিকা ? জানা গিয়েছে, প্রথম পর্যায়ে বয়স্ক এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষকেই ওই টিকা দেওয়া হবে। কম বয়সীদের তা দেওয়া হবে পরে।

যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছিলো, ভারতের মতো একটি দেশে একটি সংস্থার মাধ্যমে টিকা তৈরি যুক্তিযুক্ত নয়। সে কারণেই সিরাম ইনস্টিটিউট সহ দেশের আধ ডজন সংস্থাকে দেওয়া হয়েছে ওই দায়িত্ব। করোনার টিকা তৈরি এবং তার বণ্টনেও প্রতিনিয়ত চলছে আলোচনা।

Share.
Leave A Reply

Exit mobile version