কলকাতা ব্যুরো: উত্তরপ্রদেশের হাথ্রাস জেলায় এক দলিত তরু নীর গণধর্ষণের পর এদিন তার মৃত্যুতে উত্তাল গোটা উত্তরপ্রদেশ। মঙ্গলবার দিল্লির হাসপাতালে মৃত্যু হয়। এর আগে ওই হাথ্রাস জেলাতেই আরো এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছিল।
এই দিনের ঘটনার পর উত্তর প্রদেশ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ফের বাড়তে শুরু করেছে। রাজ্য সরকার এই ঘটনায় মৃতের পরিবারকে লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা জানিয়ে দিয়েছে। কিন্তু তাতেও ক্ষোভের আগুন চাপা থাকছে না।
১৪ সেপ্টেম্বর মায়ের সঙ্গে শহর থেকে ওষুধ কিনে একটি টেম্প করে গ্রামে বাড়ি ফিরছিলেন ১৯ বছরের ওই তরুণী। মাঝ পথেই তার শরীর খারাপ হওয়ায় গাড়ি থেকে নেমে পড়েন তারা। এর পরে তার মা জলের জন্য স্থানীয় একটি পেট্রোল পাম্পে গেলে ওই টেম্প ড্রাইভার ও তিনজন সেই তরুণীকে অপহরণ করে বলে অভিযোগ।
পরে গণধর্ষিত হয় জখম অবস্থায় সেই তরুণীকে উদ্ধার করে পুলিশ। শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ায় তাকে সোমবারই দিল্লির হাসপাতালে স্থানান্তরিত করা হলে মঙ্গলবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়।
Previous Articleনাইসেডে নমুনা কম পাঠানোতেই কি রাজ্যে করোনার স্থিতি, ঘুরছে প্রশ্ন
Next Article সংক্রমণে স্থিতি, উত্তরবঙ্গে মৃত্যু ছ’ জনের