কলকাতা ব্যুরো : ছাত্র নেতা উমর খলিদ। দিল্লির হিংসার ঘটনায় জড়িত থাকার মূল অভিযুক্ত হিসেবে তাঁকে গগ্রেপ্তার করা হয়। তাঁকে ১০ দিনের জন্য হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ। জেরা করার জন্য তৈরি হয়েছে ১১ লক্ষ পাতার নথি। ২৪ সেপ্টেম্বর আবার আদালতে তোলা হবে উমরকে।

দিল্লি পুলিশ আদালতে জানায়, দিল্লি হিংসার ব্লু প্রিন্ট তারই তৈরি। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, খুন এবং খুনের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। উমরের উকিলের পাল্টা দাবি সে সময় উমর দিল্লিতেই ছিলেন না। বিবৃতি দিয়েছে সিপিএম ও। জানানো হয়েছে, দুই বিজেপি নেতা প্রকাশ্যে ঘৃণা ছড়িয়েছে। অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সরকার। আরো জানানো হয় এ ভাবে উমরের গ্রেফতারি আসলে গণতন্ত্রের বহুস্বরকে রুদ্ধ করা। সিপিএমের মতে, আসলে আগামী দিনে আন্দোলনের কোমর ভেঙ্গে দিতে চাইছে কেন্দ্র। সিপিএম এর মতে, ইউএপিএ আইনে উমরকে জড়ানো হয়েছে যাতে তাকে বিচার পেতে বেগ পেতে হয়। সিপিএম-র মতে, স্বাধীন তদন্ত করতে হলে কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত করানো উচিত।

Share.
Leave A Reply

Exit mobile version