কলকাতা ব্যুরো: এবারের উমর খালিদের হয়ে আসরে নামলেন দু শোর বেশি জাতীয় এবং আন্তর্জাতিক স্কলার ও শিক্ষাবিদ। বৃহস্পতিবার এক বিবৃতিতে অমিতাভ ঘোষ, মীরা নায়ারের মত বুদ্ধিজীবীরা খালিদকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন।
তাদের বক্তব্য, ফেব্রুয়ারি মাসে দিল্লির দাঙ্গায় তদন্ত যা হচ্ছে তা আগাম পরিকল্পনা করেই তৈরি করা হয়েছে। এবং দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাকে মামলায় ফাঁসানো হয়েছে বলে তাদের অভিযোগ। তাদের অভিযোগ, সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলনে যুক্ত থাকার জন্যই দিল্লি পুলিশকে দিয়ে সরকার এইভাবে একজন ছাত্র নেতার মুখ বন্ধ করে অন্যদেরও দমিয়ে রাখার চেষ্টা করছে। তাই এখনই মুক্তি চেয়েছেন অমিতাভ ঘোষ, অরুন্ধতী রায়, রামচন্দ্র গুহ ইরফান হাবিব এর মত বুদ্ধিজীবীরা। রয়েছেন অরুণা রায়, মেধা পাটকারে রাও তার মুক্তির দাবিতে আন্দোলনে।

Share.
Leave A Reply

Exit mobile version