কলকাতা ব্যুরো: উত্তরপ্রদেশে আট-টি, দিল্লিতে সাত-টি, এ রাজ্যে ও কর্নাটকে দুটি করে মিলিয়ে সারাদেশে আপাতত ২৪ টি জাল বিশ্ববিদ্যালয় চালু আছে বলে বুধবার ঘোষণা করল ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা ইউ জি সি।

ইউজিসির সেক্রেটারি রজনীশ জৈন বুধবার জাল বিশ্ববিদ্যালয় সম্পর্কে ঘোষণা করতে গিয়ে বলেন, পড়ুয়া এবং সাধারণ মানুষ আমাদের কাছে চব্বিশটি সেলফ স্টাইলড, স্বীকৃতিহীন বিশ্ববিদ্যালয় চলছে বলে জানিয়েছিল। সেসব নিয়ে খতিয়ে দেখার পর ইউজিসি সবকটিতেই জাল বিশ্ববিদ্যালয় হিসেবে চিহ্নিত করেছে। এদের কারোরই কোন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দেওয়ার এক্তিয়ার বা ক্ষমতা নেই বলে এদিন জানিয়ে দেয় ইউজিসি।

কোথায় কি নামে কতগুলি জাল বিশ্ববিদ্যালয় রয়েছে তার তালিকা প্রকাশ করেছে ইউজিসি। সেখানে দিল্লির সাত টি এবং উত্তর প্রদেশের আট টি বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে। কর্নাটকে দু’ টি, আর এ রাজ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন, কলকাতা ও ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন এন্ড রিসার্চ নামে দুটি সংস্থার কথা বলা হয়েছে।

দ্বিতীয় সংস্থাটির ঠিকানা, ৮/ এ, ডায়মন্ড হারবার রোড, বুল টেক in, সেকেন্ড ফ্লোর, ঠাকুরপুকুর কলকাতা।

এর বাইরে উড়িষ্যা, পুদু চেরি, অন্ধ্রপ্রদেশে এমন বিশ্ববিদ্যালয়ে চলছে বলে নাম-ঠিকানাসহ জানিয়ে দিয়েছে ইউ জি সি। ফলে এদের প্রতারণায় ভুলে কোন পড়ুয়া বা তার অভিভাবক যদি ডিগ্রির আশায় টাকা দিয়ে ভর্তি হন, তাহলে যে কোন স্বীকৃত সার্টিফিকেট পাবেন না, তা বলাই বাহুল্য।

Share.
Leave A Reply

Exit mobile version