কলকাতা ব্যুরো: শুক্রবার UPSC সিভিল সার্ভিস ২০২০-র ফলাফল প্রকাশ হয়েছে। আর চলতি বছরেই রাজ্য সরকার পরিচালিত সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার থেকে ২ পড়ুয়া জায়গা করে নিলেন প্রথম ২০০-এর তালিকায়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ৮৭তম র‍্যাঙ্ক পেয়েছেন শিলিগুড়ির রিকি আগরওয়াল ও ১৫৯ তম র‌্যাঙ্কে রয়েছেন ময়ূরী মুখোপাধ্যায়।

প্রসঙ্গত, ২০১৪ সালে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার গড়ে তোলা হয়েছিল। এই স্টাডি সেন্টার থেকেই এবার র‍্যাঙ্ক করলো বাংলার দুই পড়ুয়া। ২০১৯ সালে এই সেন্টারের ১২ জন পড়ুয়া পাশ করেছিল, যা কিনা রেকর্ড। এই বছরে মোট ৭৬১ জন পড়ুয়া পাশ করেছে। ৮৭ তম স্থানে র‍্যাঙ্ক করা শিলিগুড়ির রিকি আগরওয়াল IIT খড়গপুর থেকে বি টেক পাশ করে। ২০১৮ থেকে CSSC তে পড়াশুনো করছিলেন তিনি। ফলপ্রকাশের পর CSSC-কে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

অন্যদিকে ১৫৯ তম স্থানে থাকা ময়ূরী মুখোপাধ্যায় বেলঘড়িয়া মহাকালী গার্লস হাই স্কুল থেকে পাশ করেন। এরপর ২০১৩ সালে বোটানিতে অনার্স নিয়ে প্রেসিডেন্সি থেকে পাশ করেন তিনি। তারপর ২০১৫ সালে দিল্লি ইউনিভার্সিটি থেকে বোটানিতেই এমএসসি পাশ করেন তিনি।

পরীক্ষায় সাফল্য পাওয়ার পর ময়ূরী বলেন, আমি CSSC ATI ২০১৯ ক্লাসরুম ব্যাচের ছাত্রী। সপ্তাহের শেষের এই ক্লাসগুলি আমার জন্য একেবারেই ঠিক ছিল কারণ আমি এরফলে রিসার্চের পাশাপাশি ক্লাসেও যোগ দিতে পারতাম। পাশাপাশি ময়ূরী CSSC-কে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, রাজ্যের IAS অফিসারদের বক্তৃতা আমাদের সবসময় উদ্বুদ্ধ করতো। এর ফলে আমার আত্মবিশ্বাস বেড়েছে।

তবে প্রথম স্থানাধিকারী শুভমের বয়স ২৪ বছর। তৃতীয়বার পরীক্ষা দিয়ে শীর্ষ হয়েছেন তিনি। এর আগে ২০১৮ এবং ২০১৯ সালে তিনি পরীক্ষা দিয়েছিলেন। শুভম বর্তমানে ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্টস সার্ভিসে প্রশিক্ষণ নিচ্ছেন। শুভমের বাবা গ্রামীন ব্যাংকে ম্যানেজার। শুভম জানান প্রাথমিক পড়াশোনা বিহারের পূর্ণিয়া থেকে শেষ করেন তিনি। এরপর তিনি বোকারো থেকে দ্বাদশ পাস করেন। বোম্বে আইআইটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। আর ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি তিনি ইউপিএসসি-এর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন। 

প্রসঙ্গত, শুক্রবার প্রকাশিত হয় সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফল। UPSC-এর তরফ থেকে ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষায় প্রথম হয়েছেন শুভম কুমার। দ্বিতীয় হয়েছেন জাগৃতী আয়াস্থি ও তৃতীয় অঙ্কিতা জৈন। সবমিলিয়ে ইন্টারভিউতে সফল হয়ে ভবিষ্যতে আমলা হওয়ার জন্য নির্বাচিত হয়েছেন ৭৬১জন। upsc.gov.in-এ গিয়ে ফলাফল দেখা যাবে।  সেখানে একটি লিঙ্ক আছে যেটিতে দেওয়া আছে  ‘Civil Services (Main) Examination, 2020- Final Result’। সেখানেই সমস্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা দেওয়া আছে।

সাধারণত তিনটি ধাপে হয় এই পরীক্ষা। প্রথম প্রিলিমস, তারপর মেইনস ও শেষে ইন্টারভিউ রাউন্ড। সারা দেশের লাখ লাখ তরুণ তরুণী এই পরীক্ষার জন্য তৈরি হন। স্বাভাবিকভাবেই এতে সুযোগ পাওয়া অত্যন্ত শক্ত। এবার যেমন সাফল্য পেলেন মাত্র ৭৬১জন। এই ফলাফল সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে এই নম্বরগুলিতে ফোন করতে পারেন 23385271 /23381125 / 23098543. বিস্তারিত মার্কস রেজাল্ট প্রকাশের পনেরো দিনের মধ্যে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। 

Share.
Leave A Reply

Exit mobile version