কলকাতা ব্যুরো: আগরতলা পুরসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিজেপির। ২৬টি ওয়ার্ডের মধ্যে ২৬টিতেই জয়ী গেরুয়া শিবির। বামেদের থেকে আগরতলা ছিনিয়ে নিল বিজেপি। অন্যদিকে আগরতলায় ১৩টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে তৃণমূল। ১২টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরাও। প্রথমবার ভোটে অংশ নিয়েই বামেদের সঙ্গে জোর টক্কর তৃণমূলের।
এদিকে ইতিমধ্যেই আগরতলায় গণনাস্থলে দেখা গেছে বিজেপির উচ্ছ্বাস। বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে এজেন্টরা আসছেন এই রাস্তা ধরে। বাজি পটকা থেকে শুরু করে আবির খেলা এবং নাচে মেতেছেন তাঁরা।
এদিকে গেরুয়া শিবিরের সাফল্যে টুইট করে ত্রিপুরার মানুষকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
তিনি লিখেছেন, ‘এই বিপুল জয়ের জন্য় ত্রিপুরা বিজেপিকে অভিনন্দন। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকেও আন্তরিক অভিনন্দন। আগরতলা কর্পোরেশন ও অন্যান্য় নগর পঞ্চায়েত, পুরসভার বিপুল জয়। বাংলার দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট তোলামূল পার্টিকে মুছে দেওয়ার জন্য অভিনন্দন।’