কলকাতা ব্যুরো: গাড়ি নিয়ে আপনি বেরিয়েছেন। হঠাৎ মাঝপথে পথ আটকালো ট্রাফিক পুলিশ। গাড়ির লাইসেন্স থেকে দূষনের কাগজপত্র যাবতীয় দেখানোর অনুরোধ। কিন্তু আপনি তো আসল এইসব কাগজ নিয়েই বেরোন নি। হারিয়ে যেতে পারে, এই ভয়ে হয়তো জেরক্স রয়েছে আপনার বা চালকের কাছে। কিন্তু কর্তব্যরত ট্রাফিক পুলিশ নাছোড়। শেষ পর্যন্ত আম নাগরিক হিসেবে হয়তো আপনার জরিমানাই করে দিলো পুলিশ। বারংবার নাগরিকদের থেকে এই অভিযোগ পাওয়ার পর অনলাইন ব্যবস্থাকেই চূড়ান্ত বলে জানিয়ে দিয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য পরিবহন দপ্তর।

২৩ ডিসেম্বর রাজ্যের পরিবহন সচিব রাজেশ সিনহার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, digiloker এর মাধ্যমে mparivahan অ্যাপের মাধ্যমে এখন থেকে যাবতীয় গাড়ির নথিপত্র দেখে নিতে পারবেন ট্রাফিক পুলিশ বা পরিবহন দপ্তরের আধিকারিকরা। কোনভাবেই গাড়ির চালক বা মালিককে যাবতীয় নথির হার্ড কপি বা আসল নথি দেখাতে বাধ্য করা যাবে না।এই নির্দেশ অবশ্য নতুন নয়, ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার এই ব্যবস্থা চালু করেছিল। বর্তমানে vahan/sarathi database এর মাধ্যমে কোনও গাড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারা যায়।

কিন্তু গোটা দেশেই ট্রাফিক পুলিশ কোনও গাড়িকে আটকালে যাবতীয় আসল নথি দেখানোর জন্য জোরাজুরি করে। এমনকি প্রত্যয়িত নকল বা জেরক্স দেখালেও তাতে আপত্তি জানায় ট্রাফিক পুলিশ। এই নিয়ে বহু মামলাও হয়েছে। ২০১৮ সালে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কেন্দ্রীয় সরকার এই অনলাইন ব্যবস্থায় যাবতীয় নথি দেখার নির্দেশ দিয়েছিল সরকারি আধিকারিকদের।

সেই বিধি চালু হলেও, ফের ট্রাফিক পুলিশ বা পরিবহন দপ্তরের আধিকারিকরা পুরনো ব্যবস্থায় ফিরে যান। নাগরিকদের তরফে এটা একটা হেনস্থা বলেও অভিযোগ করা হয়। দীর্ঘদিন ধরে নাগরিকদের থেকে এই সমস্যা শোনার পর আবার নতুন করে পরিবহন দপ্তর এ ব্যবস্থায় যাবতীয় নথি দেখা বাধ্যতামূলক বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল। ফলে এখন থেকে কোন গাড়ির মালিক বা চালকের মোবাইল ফোনে যদি ওই অ্যাপ ডাউনলোড করা থাকে, তাহলে তিনি তার মাধ্যমেই পুলিশকে বা আধিকারিকদের গাড়ির প্রয়োজনীয় নথি দেখাতে পারবেন। তাছাড়া ট্রাফিক পুলিশের প্রায় প্রতিটি কর্মী অফিসারের মোবাইলে এই অ্যাপ ডাউনলোড করে রাখা থাকে।

Share.
Leave A Reply

Exit mobile version