কলকাতা ব্যুরো: ফের আগুন শহরে। শুক্রবার তপসিয়া বাসস্ট্যান্ডের কাছে মজদুর পাড়ার একটি বস্তিতে ভয়াবহ আগুন লাগে। ইতিমধ্যেই আগুনের ভয়াবহতায় বেশ কয়েকটি ঝুপড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনও খবর মেলেনি।

কলকাতা শহরের অন্যতম ব্যস্ত এলাকা তপসিয়া মোড়। হঠাৎ দুপুর ১২টা নাগাদ তিলজলা থানা এলাকার মজদুর পাড়ার খাল ধারের পাশে থাকা একটি বস্তি থেকে কালো ধোঁয়া বের হতে দেখতে পান এলাকাবাসীরা। খুব অল্প সময়ের মধ্যেই সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন সকলে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণের মধ্যেই এলাকায় আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ শুরু করে তারা। তবে আগুন নেভাতে গিয়ে প্রথমে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে।

যেহেতু বস্তি, সেই কারণে এলাকাটি সম্পূর্ণ ঘিঞ্জি। আর সেই কারণে ঘটনাস্থান থেকে বেশ খানিকটা দূরে দমকলের গাড়ি দাঁড় করিয়ে জলের পাইপ ভিতরে টেনে আনতে হয়। আগুন নিয়ন্ত্রণে এলেও পনেরো থেকে ষোলোটি ঝুপড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর।

Share.
Leave A Reply

Exit mobile version