কলকাতা ব্যুরো: জাতীয় সড়কে যান চলাচলে গতি আনতে টোল প্লাজা গুলিতে যাতে দাঁড়িয়ে থেকে গাড়িতে জ্বালানি খরচ না বাড়ে এবং সময় নষ্ট না হয়, তাই ফাস্ট ট্যাগ ব্যবস্থা চালু করেছিল জাতীয় সড়ক বিভাগ। এবার জাতীয় সড়কে গাড়ির গতি আরও বাড়াতে টোল প্লাজাগুলি তুলে দেবার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। কেন্দ্রীয় সরকার আগামী দুই বছরের মধ্যে দেশের সব টোলপ্লাজা ধাপে ধাপে তুলে দিতে চায়। বৃহস্পতিবার কলকাতায় বণিকসভা অ্যাসচেম আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি বলেন, ভবিষ্যতে গাড়ির সঙ্গে লিংক করা ব্যাংক অ্যাকাউন্ট থেকেই সব যানবাহনের টোলের টাকা স্বয়ংক্রিয় ভাবে কেটে নেওয়া হবে। এর জন্য রাশিয়া সরকারের সহযোগিতায় জিপিএস প্রযুক্তি ব্যবহার করার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে তিনি জানিয়েছেন।
এই প্রযুক্তি ব্যবহার করলে আগামী পাঁচ বছরে টোল বাবদ সরকারের আয় এক লক্ষ ৩৪ হাজার কোটি টাকায় গিয়ে পৌঁছবে বলেও তিনি দাবি করেন। ইতিমধ্যেই জাতীয় সড়কে টোলপ্লাজা গুলিতে ফার্স্ট ট্যাগ ব্যবস্থা চালু করায় একটা বিশাল সংখ্যক গাড়ির ক্ষেত্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টাকা দেওয়ার সমস্যা মিটে গিয়েছে। সেই ব্যবস্থাই আগামী দিনে গোটা দেশে চালু করতে চায় কেন্দ্র।

Share.
Leave A Reply

Exit mobile version