কলকাতা ব্যুরো: বৃহস্পতিবার তাদের নবান্ন অভিযানের মিছিলের ওপর আক্রমণ করেছে,এই অভিযোগে আজ কলকাতায় মৌন মিছিল করবে বিজেপি। বিজেপির রাজ্য দপ্তর থেকে গান্ধির মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করবে তারা।
গতকালের অভিকানকে ঘিরে ধুন্ধুমার কান্ড বাঁধে কলকাতা ও হাওড়ায়। হাওড়া ময়দান, জিটি রোড, ফোরশোর রোড, হাওড়া ব্রিজ,হেস্টিংস সহ বেশ কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে বিজেপি কর্মীদের।
Previous Articleসার্বজনীন পুজোর চল হলো সিমলা আর বাগবাজারের পুজোর হাত ধরে
Next Article গতকালের ঘটনায় আজও কঠোর নিরাপত্তা সোনারপুরে