কলকাতা ব্যুরো: জয়েন্ট এর অর্ধেক পরীক্ষা শেষ। অথচ সেই পরীক্ষা যাতে পিছিয়ে দেওয়া হয় ছয় রাজ্যের সেই আবেদনের শুনানি হবে আজ। সুপ্রিম কোর্টে বিচারপতি অশোক ভূষণের বেঞ্চে আজ এই মামলার শুনানি হলে তাতে লাভ কি হবে সে ব্যাপারে প্রশ্ন উঠেছে।
যদিও বাংলা ছাড়াও যে অন্য পাঁচ বিজেপিবিহীন রাজ্য সে আবেদন করেছে তারা জানিয়েছে অধিকাংশ পরীক্ষার্থী পরীক্ষা দিতে যেতে পারেননি। এ রাজ্যের প্রথম দিন মাত্র ২৫ শতাংশ পরীক্ষা দিয়েছেন বলে নবান্নে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
এই পরিস্থিতিতে আদালত ফের পরীক্ষা নেওয়ার সুযোগ করে দিলে আদপে পড়ুয়ারা স্বস্তি পাবেন বলে দাবি রাজ্যের। আইনজীবীরা মনে করছেন, যে রাজ্যে যত পরীক্ষার্থী এইবার হলে পৌঁছতে পারেননি তাদের জন্য ফের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করার সুযোগ আছে। আর তাতেই ভবিষ্যত বাচবে বহু পড়ুয়ার।