কলকাতা ব্যুরো : শুভেন্দু অধিকারী মন্ত্রীত্ব ত্যাগ করেছেন। দল ছেড়েছেন মিহির গোস্বামী। আজ শুভেন্দুর অরাজনৈতিক সভা মহিশাদলে। আর সেই সভায় শুভেন্দু সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান করেছেন। রাজ্য রাজনীতি এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। মেদিনীপুরে তৃণমূলের শক্তি পরীক্ষা করার জন্য আজ তৃণমূলের দুই হেভি ওয়েট নেতা ও মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুজিত বসু হলদিয়া যাচ্ছেন। রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুজিত বসুর নেতৃত্বে আজ মিছিল করবে তৃণমূল কংগ্রেস।

যদিও তৃণমূল কংগ্রেসের বক্তব্য কেন্দ্রের জনবিরোধী নীতির বিপক্ষে এই মিছিল হবে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শুভেন্দু পাল্টা সভা করতে চলেছে তৃণমূল। সমস্ত হলদিয়া শিল্পাঞ্চল তৃণমূলের পতাকা লাগানো হয়েছে। কিছু জায়গা থেকে অভিযোগ এসেছে যে শুভেন্দর অরাজনৈতিক সভার যে সমস্ত পোস্টার হলদিয়ায় লাগানো হয়েছিল তা ছিড়ে ফেলা হয়েছে। মনে করা হচ্ছে আজকে শুভেন্দুর শক্তিকে চ্যালেঞ্জ জানাতে তৃণমূল মিছিল করছে হলদিয়ায়।

এই মিছিলে ওই অঞ্চলের সমস্ত নেতৃবৃন্দ থাকবেন বলে জানা যাচ্ছে। শুধু তাই নয় খবর পাওয়া গেছে যে মিছিলের পর তৃণমূল একটি সভার করতে পারে। সেই সভা থেকে তৃণমূল নেতৃত্ব শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কোন বার্তা দেন কিনা সেটাই দেখার। এদিকে দিলীপ ঘোষ আজ পরিষ্কার মন্তব্য করেছেন তৃণমূলের শেষের শুরু হয়ে গেছে। তৃণমূলের এমন অবস্থা যে দল থেকে কারোকে বহিষ্কার করার ক্ষমতা ও নেই। ডিসেম্বর মাসটা নাকি তৃণমূলের পক্ষে খুব বিপদজনক বলে বিজেপির সভাপতি আশঙ্কা প্রকাশ করছেন।

একইসঙ্গে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সভা রয়েছে বজবজে। মমতা বন্দ্যোপাধ্যায় এই সপ্তাহে একগুচ্ছ সভা করবেন বলে জানা যাচ্ছে। আসলে বিধানসভা ভোটের আগে কার কত রাজনৈতিক শক্তি তা পরীক্ষা করার একটা ইঁদুর দৌড় শুরু হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version