কলকাতা ব্যুরো: তৃণমূলে যোগদানের ইচ্ছে পূরণ আর হচ্ছে না। কলকাতা পুরভোটে জয়ী তিন নির্দল কাউন্সিলরকে দলে ফেরাবে না শাসক শিবির। সূত্রের খবর, দলীয় আলোচনায় এমনই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। ফলে এই মুহূর্তে তাঁরা কোন পথে হাঁটবেন, তা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এখনও অবশ্য বিষয়টি নিয়ে তিন নির্দল প্রার্থীর কারওরই কোনও প্রতিক্রিয়া মেলেনি।  

কলকাতা পুরসভার ভোটে ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে তিনটি ওয়ার্ডের দখল নিয়েছেন নির্দল প্রার্থীরা। তাঁরা সকলেই বিক্ষুব্ধ তৃণমূল বলে পরিচিত। এই তিনজন– ৪৩ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন আয়েশা কানিজ, ১৩৫ নম্বরের রুবিনা নাজ এবং ১৪১ এর জয়ী প্রার্থী পূর্বাশা নস্কর। ২১ তারিখ ভোটের ফলপ্রকাশের পরপরই তাঁরা জানিয়েছিলেন, তৃণমূলে যোগ দেবেন। এ বিষয়ে ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, তাঁরা আবেদন জানালে আলোচনার মাধ্যমে দল সিদ্ধান্ত নেবে। সেদিনও কোনও নিশ্চিত ইতিবাচক ইঙ্গিত পাওয়া যায়নি। 

আর বৃহস্পতিবার জানা গেল, তিন নির্দল প্রার্থীর আশাই সার। তৃণমূল তাঁদের ফেরাতে নারাজ। দলীয় বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ নেতৃত্ব। আজ মহারাষ্ট্র নিবাস হলে তৃণমূলের কলকাতা পুর দলের বৈঠক। জয়ী প্রত্যেক প্রার্থীকে হাজির থাকতে বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁদের নিয়ে আলোচনায় থাকবে দলের শীর্ষ নেতৃত্ব। এই বৈঠকেই দলের পুরসভার নেতা অর্থাৎ মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচন প্রক্রিয়া সেরে নিতে চলেছে তৃণমূল। জয়ী প্রার্থীদের সংবর্ধনাও দেওয়া হবে বলে খবর। 

পুরভোটে একাই তৃণমূল ১৩৪ টি ওয়ার্ড পেয়েছে। তিন নির্দল কাউন্সিলর যোগ দিলে এই সংখ্য়া হতো ১৩৭। কিন্তু যেহেতু এঁরা তিনজনই তৃণমূলে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়েছেন, সেই কারণে তাঁদের দলে ফেরাতে নারাজ তৃণমূল। আগেই এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সতর্ক করা হয়েছিল, এ ধরনের প্রার্থীদের বহিষ্কার করতে পারে দল। আর এদিন নবনির্বাচিত কাউন্সিলরদের নিয়ে বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানালেন, আমার দলের কর্মীরা হেরে গেলেও তাঁদের সঙ্গেই থাকব। কিন্তু যাঁরা মনে করেছেন, দল ছেড়ে নির্দল হয়ে জিতে তারপর আবার দলে আসবেন, তাঁদের অপেক্ষা করতে হবে।

Share.
Leave A Reply

Exit mobile version