কলকাতা ব্যুরো: সারদাকর্তা সুদীপ্ত সেনের অভিযোগের প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হোক। এই দাবিতে এবার পথে নামছে তৃণমূল। এমনকী, রাজভবনে রাজ্যপালের সঙ্গেও সাক্ষাৎ করবে তৃণমূলের প্রতিনিধি দল। সবমিলিয়ে সারদা মামলায় বিজেপি বিধায়ককে গ্রেপ্তারির দাবিতে সিবিআইয়ের উপর চাপ বাড়াতে চাইছে রাজ্যের শাসকদল।

শনিবার সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মিডিয়া কো-অর্ডিনেটার কুণাল ঘোষ আরও একবার শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারির দাবি জানান। তিনি অভিযোগ করেন, বিরোধী দলনেতা চুরি করেছে। ব্ল্যাকমেল করেছে। তাকে গ্রেপ্তার করতেই হবে। এই দাবিতে সিবিআইয়ের উপর চাপ বাড়াতে এবার পথে নামছে তৃণমূল।

সোমবার রাজ্যের তিনপ্রান্তে মিছিল করবে তৃণমূল। দুপুর তিনটেয় সল্টলেকের সিবিআই দপ্তর সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখাবে তৃণমূলের ছাত্র এবং যুব সংগঠন। নেতৃত্বে থাকবেন বিধায়ক বাবুল সুপ্রিয়, কুণাল ঘোষ, সায়নী ঘোষ, তৃণাঙ্কুর ভট্টাচার্যের মতো নেতারা। পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং হলদিয়াতেও বিক্ষোভ মিছিল এবং স্ট্রিট কর্নার হবে।

হলদিয়ার বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে থাকবে মন্ত্রী মানস ভুঁইঞা, বিধায়ক শিউলি সাহা, রাজীব বন্দ্যোপাধ্যায়রা। অন্যদিকে কাঁথিতে থাকবেন মন্ত্রী অখিল গিরি। উল্লেখ্য, হলদিয়া-কাঁথি শুভেন্দু অধিকারীর খাসতালুক হিসাবে পরিচিত। তাই এই এলাকায় বিক্ষোভ মিছিল করে তাঁর উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে ঘাসফুল শিবির।

তবে শুধুমাত্র বিক্ষোভ মিছিল. স্ট্রিট কর্নার নয়। শুভেন্দুকে গ্রেপ্তারির দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ রাজভবনে রাজ্যেপালের দ্বারস্থ হচ্ছেন তৃণমূলের ৮ প্রতিনিধি। নেতৃত্বে থাকবেন মন্ত্রী ব্রাত্য বসু। এছাড়াও সেই দলে থাকবেন কুণাল ঘোষ, বাবুল সুপ্রিয়, অর্জুন সিং সায়নী ঘোষ, ফিরোজা বিবি-সহ অন্যরা।

ওয়াকিবহাল মহল বলছে, কথায় কথায় বিজেপি নেতারা রাজ্যপালের দ্বারস্থ হন। এবার পালটা বিরোধী দলনেতার গ্রেপ্তারির দাবিতে ধনকড়ের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। যদিও বিষয়টিকে আমল দিতে রাজি নয় বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ওঁরা শুভেন্দু অধিকারীকে ভয় পাচ্ছেন। শুভেন্দু অধিকারী সিনড্রোমে ভুগছে। তাই এসব করছে।

সারদা কর্তার দাবির পরিপ্রেক্ষিতে শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং বিধায়ক তাপস রায়। শুভেন্দুকে গ্রেপ্তারির দাবি জানিয়ে কুণাল ঘোষ বলেন, শুভেন্দু অধিকারীকে টাকা দিয়েছেন বলে স্বীকার করেছেন সুদীপ্ত সেন। কেন শুভেন্দুকে গ্রেপ্তার করা হবে না? কেন হেফাজতে নিয়ে তদন্ত করা হবে না? বিজেপির বিরুদ্ধে আরও একবার সিবিআই ও ইডিকে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করার অভিযোগও তুলেছেন তাঁরা।

Share.

1 Comment

  1. Pingback: 'জেহাদ' শব্দ প্রত্যাহারের জন্য মমতাকে অনুরোধ জানালেন রাজ্যপাল

Leave A Reply

Exit mobile version