কলকাতা ব্যুরো: রাজ্যেরও শাসক দল তৃনমূল কংগ্রেস যখন কেন্দ্রের কৃষি বিল এবং হাতরাস কাণ্ডে আন্দোলনে নেমেছে, তখন আমপান দুর্নীতি নিয়ে আন্দোলনে নামতে চলেছে গেরুয়া শিবির। জানা গিয়েছে, সোমবার থেকেই এনিয়ে জেলায় জেলায় আন্দোলনে নামতে চলেছে বিজেপি।
শুধুমাত্র তৃনমূলই নয়, বাম ও কংগ্রেসও সোচ্চার হয়েছে কেন্দ্রের কৃষি বিল এবং হাতরাস কাণ্ডের প্রতিবাদে। অন্যদিকে বিজেপির অস্ত্র, আমপান দুর্নীতি। বিজেপি মনে করে, আমপানে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ত্রাণ পাননি। তা গিয়েছে শাসক দল তৃণমূলের নেতা, নেত্রীদের ঘরে। এনিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মনে করছে দল। মানুষের মধ্যে রয়েছে ব্যাপক ক্ষোভ। সেই ক্ষোভ উস্কে দিয়ে তা থেকেই রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে ভারতীয় জনতা পার্টি।
Previous Articleহাতরাস কাণ্ডে ৬ অক্টোবর ফের যৌথ মিছিলে বাম-কংগ্রেস
Next Article সাধারণের জন্য ফুলবাগান পর্যন্ত মেট্রো কাল থেকে