কলকাতা ব্যুরো: রবিবার রাজ্য সভায় কৃষি বিল পাস করানোর সময় হাঙ্গামার অভিযোগে ৮ জন সাংসদকে ৭ দিনের জন্য সাসপেন্ড করা হয় রাজ্য সভা থেকে। তার মধ্যে রয়েছেন তৃণামূলেরও কয়েক জন সাংসদ। সোমবার রাতভর তৃণমূলের ওই সাংসদরা অবস্থান বিক্ষোভে বসেন রাজ্য সভার বাইরে। তাতে সমর্থন জানায় কংগ্রেস ও বামেরাও। রাতেই সেখানে যান কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ।

জানা গিয়েছে, আজও চলবে ওই কর্মসূচি। কংগ্রেস, বাম, ডিএমকে, আপ-যারা ওই বিলের বিরোধিতা করেছেন, তারাও সংহতি জানাতে ওই প্রতিবাদ মঞ্চে যাবেন বলে জানা গিয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন, আজ সব বিরোধী দলের একজোট হওয়া দরকার। ওই বিলের বিরুদ্ধে লড়াই চলবে। তার জন্য যদি প্রয়োজম হয়, তৃণমূল পেছনের সারিতে থাকবে।

Share.
Leave A Reply

Exit mobile version