কলকাতা ব্যুরো: নতুন সূর্যোদয় দেখলো পাহাড়বাসী। এককভাবে জিটিএ দখল করলো ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। উল্লেখযোগ্য ভালো ফলাফল হল তৃণমূল কংগ্রেসের। জিটিএতে মোট ৪৫টি আসনের মধ্যে তৃণমূল ১০টি আসনে প্রার্থী দিয়েছিল। তার মধ্যে পাঁচটিতে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন। এই প্রথম জিটিএ-র ভোটে তৃণমূল খাতা খুলতে পারলো।
প্রায় দশ বছর পর পাহাড়ে জিটিএ নির্বাচন হল। এই ভোট ঘিরে নানা জটিলতা চলছিল বহুদিন ধরে। ভোট বাতিলের দাবিতে গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং শিংমারিতে আমরণ অনশনে পর্যন্ত বসেছিলেন।

তবে অসুস্থ হওয়ার ছদিনের মধ্যেই গুরুং অনশন তুলে নেন। পরে মত বদলে মোর্চা ভোটে অংশ নেয়। বেশকিছু আসনে তারা নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সাতটি আসন পেয়েছে। সবচেয়ে বেশি আসন পেয়েছে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। তারা পেয়েছে ২৬টি আসন।

ভালো ফল করেছে পাহাড়ের রাজনীতিতে নতুন উঠে আসা হামরো পার্টিও। তারা পেয়েছে সাতটি আসন। ভোট বয়কট করেছিল সিপিআরএম, জিএনএলএফ এবং বিজেপি। জিএনএলএফ ভোট বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলাও করে। হাইকোর্ট তাদের আবেদন খারিজ করে দেয়।

তবে ডালি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বিনয় তামাং। পাহাড়ে উড়ছে সবুজ আবির। ৫০০ ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী বিনয় তামাং। দীর্ঘ ১০ বছর পর এবার জিটিএ নির্বাচন হল। জিটিএ-র ৪৫টি আসনের মধ্যে দশটিতে লড়াই করেছে তৃণমূল। রয়েছে বাম (১২ আসন)- কংগ্রেসও (৫ আসন)। শিলিগুড়ি মহকুমা পরিষদের ৯ আসন, ৪ পঞ্চায়েত সমিতির ৬৬ আসন এবং ২২ গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসনে ভোট হয়েছে। বুধবার সকাল আটটায় শুরু হয় গণনা।

এদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের ২২ টি গ্রাম পঞ্চায়েতের ৪৬২ টি আসনের মধ্যে ইতিমধ্যেই তৃণমূল জিতেছে ৩১১ টি। বিজেপি ৭৪ টি, সিপিএম ১২ ও কংগ্রেস ১৬ আসনে ও অন্যান্যরা ১১ টি আসনে জিতেছে। জয়ের পরই তৃণমূল সুপ্রিমো ও তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানিয়েছেন বিনয় তামাং। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে উপযুক্ত মনে করে লড়াইয়ে সামিল করেছেন, এটাই আমার বড় প্রাপ্তি। এই জয় আমার নয়, এই জয় পাহাড়ের। ফলাফল মোটামুটি স্পষ্ট হতেই সবুজ আবিরে ভরেছে শিলিগুড়ি ও পাহাড়। জয়কে সেলিব্রেট করতে রাস্তায় নেমেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা।

উল্লেখ্য, বুধবার রাজ্যের ৬ টি পুরসভার উপনির্বাচনের ফল গণনাও হয়েছে। সেখানে চারটি আসনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। একটিতে জিতেছেন কংগ্রেস প্রার্থী। একটিতে বাম।

Share.
Leave A Reply

Exit mobile version