কলকাতা ব্যুরো: হাতরাস কাণ্ডের প্রতিবাদে ফের পথে নামলো তৃনমূল। আজ বিকেলে শ্রদ্ধানন্দ পার্ক থেকে মিছিল করে তৃনমূল মহিলা মোর্চা। মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের মহিলা মোর্চার নেত্রীরা।
এই ইস্যুতে গত কয়েকদিন ধরেই চলছে তৃণমূলের আন্দোলন।
দলের তরফে ছাত্র, যুব, মহিলা, কৃষক, খেত মজুর সহ অন্যান্য সংগঠনগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, এই ইস্যুতে রাস্তায় নামতে। সে অনুযায়ী চলছে আন্দোলন। এই ইস্যুতে দিন দুয়েক আগেই বিড়লা তারামণ্ডল থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও।


রাজ্যে বাম এবং কংগ্রেসের তরফেও এই ইস্যুতে দুটি যৌথ মিছিলের আয়োজন করা হয়। একটি মিছিল ছিল ধর্মতলা থেকে মৌলালি পর্যন্ত। যদিও ডোরিনা ক্রসিং পর্যন্ত পৌছানোর পর সেই মিছিল আটকে দেয় পুলিশ।পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। প্রতিবাদে রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা। গতকাল অবশ্য লেনিন সরণি থেকে পার্ক সার্কাস পর্যন্ত যৌথ মিছিল করে বাম ও কংগ্রেস। মিছিলে পা মেলান বিমান বসু, আব্দুল মান্নান সহ দুই শিবিরের বিশিষ্ট নেতারাই।

Share.
Leave A Reply

Exit mobile version