কলকাতা ব্যুরো: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আবারও আনা হলো প্রিভিলেজ মোশন। বিধানসভার অধ্যক্ষের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করায় শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়। এই নিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে তিনটি স্বাধিকার ভঙ্গের প্রস্তাব জমা পড়লো।

শুক্রবার নৈহাটির পার্থ ভৌমিক বিধানসভায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনেন ৷ সংবাদমাধ্যমের সামনে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনেন তিনি ৷ গত এক বছরে এই নিয়ে তিনবার বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হলো। একজন বিরোধী দলনেতার বিরুদ্ধে এক বছরে এতগুলি স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এর আগে জমা পড়েনি বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

মুকুল রায় নিয়ে কথা প্রসঙ্গে গত ১৫ জুন বিধানসভার বাইরে অধ্যক্ষকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেছিলেন, উনি মুকুল রায়কে খেতেও পারছেন না, উগরাতেও পারছেন না । আসলে উনি খেতেও পারেন না। খাবেন কী। সংবাদমাধ্যমের সামনে বিরোধী দলনেতার এই মন্তব্যের প্রেক্ষিতেই স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে বিধানসভায়।

Share.
Leave A Reply

Exit mobile version