কলকাতা ব্যুরো: তৃণমূল বিধায়করা নিজেদের লেটার হেডে নাম লিখে প্রাথমিকে চাকরি প্রার্থীদের জন্য সুপারিশ করেছেন। মঙ্গলবার এমনই ৩ তৃণমূল বিধায়কের প্যাডে লেখা চিঠি কলকাতা হাইকোর্টের হাতে তুলে দেওয়া হয়। রীতিমতো প্রার্থীদের দীর্ঘ তালিকা তৈরি করে সুপারিশ করেছেন শাসক দলের বিধায়করা। রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, হগলির বলাগড়ের বিধায়ক অসীম মাঝি ও মুকুল রায়ের পুত্র বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের লেটার হেডে করা সুপারিশ পত্রের নথি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জমা দেওয়া হয়েছে।

২০১৪ সালের টেটের পরিপ্রেক্ষিতে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তের দাবিতে দায়ের জনস্বার্থ মামলায় এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এইসব সুপারিশের চিঠি জমা দেন মামলাকারি আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হয় মঙ্গলবার। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে আদালত।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগে ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশে ২৬৯ জনের চাকরিও গিয়েছে। এবার এই সংক্রান্ত নিয়োগে জড়াল রাজনৈতিক নেতাদের নাম। বিজেপির তরুণজ্যোতি তিওয়ারির দায়ের করা মামলায় দাবি করা হয়েছে, তৃণমূল বিধায়করা নিজেদের লেটার হেডে নাম লিখে প্রাথমিকে চাকরি প্রার্থীদের জন্য সুপারিশ করেছেন। এমনই তৃণমূলের তিন বিধায়কের প্যাডে লেখা চিঠি আদালতের কাছে তুলে দেওয়া হল আজ।

অভিযোগ, রীতিমতো প্রার্থীদের দীর্ঘ তালিকা তৈরি করে সুপারিশ করেছেন শাসক দলের বিধায়করা। তবে শেষ পর্যন্ত আদালত কী রায় দেয়, সেই দিকেই নজর রয়েছে সবপক্ষের।

Share.
Leave A Reply

Exit mobile version