কলকাতা ব্যুরো: চলতি মাসের শেষে ত্রিপুরার ৪ আসনে বিধানসভা উপনির্বাচন। আর সেই ভোটের প্রচারে ত্রিপুরায় বিশাল ব়্যালি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ব়্যালি শেষে বরদোয়ালি বিধানসভার অন্তর্গত জিবি বাজারে সভাও করেন তিনি। আর সেই সভামঞ্চ থেকে একযোগে বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক। মুখ খুললেন তাঁর বাড়িতে সিবিআই হানা নিয়েও। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য সেনাপতির স্পষ্ট বার্তা, আমরা একটু অন্যরকম দল। আমাদের ধমকে চমকে লাভ হবে না।
এদিন অভিষেক অভিযোগ করেন, দেখুন আজ আমি এখানে (ত্রিপুরা) এসেছি বলে আমার স্ত্রীকে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে। আমি যাতে এখানে আর না আসতে পারি। কিন্তু আমাদের দল অন্যরকম, ধমকে চমকে লাভ হবে না। অন্যদলের মতো আমরা চুপ করে বসে থাকব না। একদিকে পাথর ছুঁড়ছে তো অন্যদিকে সিবিআই পাঠাচ্ছে।
পাশাপাশি নূপুর শর্মা ইস্যুতে অভিষেক বলেন, বিজেপির মুখপাত্র কী ভাষায় কথা বলছে দেখুন, কী উক্তি করছেন। এমন কথা বলছেন, যে তা নিয়ে দেশের মধ্যে অন্তর্দ্বন্দ্ব হচ্ছে। দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হচ্ছে ভারতকে। এর জন্য একমাত্র দায়ী এদের মুখপাত্র।
AITC National General Secretary Shri Abhishek Banerjee addresses the gathering after the roadshow in Tripura | রোড শো শেষে জমায়েতের উদ্দেশ্যে বার্তাAITC National General Secretary Shri Abhishek Banerjee addresses the gathering after the roadshow in Tripura | রোড শো শেষে জমায়েতের উদ্দেশ্যে বার্তা
Posted by Abhishek Banerjee on Tuesday, June 14, 2022
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বদল প্রসঙ্গে এদিন অভিষেক বলেন, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ সালে মুখ্যমন্ত্রী বদল করলেন না। তাহলে ২০২২ সালে মুখ্যমন্ত্রী বদল কেন? কারণ তৃণমূল এখানে এসেছে। ভয় পেয়েছে ওরা। কিন্তু তোমার তো কাপড় ছিঁড়ে গিয়েছে, তাপ্পি দিয়ে কীভাবে চলবে? যতদিন গিয়েছে তত ভীতসন্ত্রস্ত হয়েছে বিজেপি। ২০২২ সালে মুখ্যমন্ত্রী বদলেছে, ২০২৩ সালে সরকার বদলাবে।
তবে এদিন কংগ্রেসকে কটাক্ষ করে অভিষেক বলেন, কংগ্রেসের সম্পর্কে কিছু বলতে চাই না। কাল আমি ভিডিও পেয়েছি। ৫ হাজার টাকা দিয়ে ছাদে নিয়ে গিয়ে দলে যোগ দেওয়াচ্ছে। ত্রিপুরা তো ওদের আগেও সুযোগ দিয়েছিল।
অভিষেক জানান, আগস্ট মাস থেকে তৃণমূল ত্রিপুরায় সংগঠন তৈরি করছে। আমাদের উপর বারবার হামলা হয়েছে। আমার কনভয়ে হামলা হয়েছে। আমি আসব শুনলেই ভয় পেয়ে হামলা করে। কালও তৃণমূলের সভায় হামলা হয়েছে। কিন্তু আমরা শেষবিন্দু রক্ত দিয়েও লড়াই করব। আজ এলাম, আবার ২০ তারিখ আসব।