কলকাতা ব্যুরো: আসানসোল থেকে আদ্রা ডিভিশনে ট্রেন চালুর দাবিতে রবিবার বিক্ষোভ দেখায় তৃণমূল। বার্ন পুর স্টেশনে এদিন বিক্ষোভে নেতৃত্ব দেন তৃণমূল নেতা অশোক রুদ্র।
১১ নভেম্বর থেকে লোকাল ট্রেন চালু হয়ে গেলেও শহরতলির ট্রেন এখনো চালু হয়নি। যা নিয়ে ক্ষোভ রয়েছে বিভিন্ন মহলে। কেননা আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, রামপুরহাট সহ বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ কলকাতায় আসেন কাজের সূত্র ধরে। কিন্তু করোনা লক ডাউন মিটে গেলেও ওইসব এলাকার এখনও ট্রেন চালু না হওয়ায় সেখানকার মানুষ এখনো কলকাতায় আসতে পারছে না।
এদিন আদ্রা ডিভিশনে ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ দেখায় তৃণমূল। সূত্রের খবর, শহরতলির ট্রেন চালুর ব্যাপারে কাল, সোমবার বৈঠক হবে রাজ্য ও রেলের মধ্যে।