কলকাতা ব্যুরো: বারোয়ারি দুর্গাপূজা বন্ধের আবেদন নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার পরিপেক্ষিতে মুখ খুলল রাজ্য সরকার। রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বুধবার প্রশ্ন তুলে বলেন, ধর্মাচরণ ও পুজো করার অধিকার দেশের সংবিধানে মানুষের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। এই অধিকার কি করে আটকাবে?
করোনা মহামারীর মধ্যে এবার রাজ্যে বারোয়ারি পুজো বন্ধ করার আবেদন নিয়ে বুধবার জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। সেই প্রসঙ্গে পুর মন্ত্রী আরো বলেন, দুর্গাপুজো শুধু এখন পুজো বা ধর্মাচরণ নয়, এ পুজো বাঙালির কৃষ্টি ও সংস্কৃতির অঙ্গ। করোনা সংক্রমণ যাতে কোনভাবে না বাড়ে, সেদিকে রাজ্য সরকার সবরকম নজর দিচ্ছে। এমন কি দর্শক থেকে পুজোর উদ্যোক্তারাও, যাতে সকলেই মাস্ক ব্যবহার করেন, সামাজিক দূরত্ব বিধি মেনে চলেন তাও নিশ্চিত করতে কোমর বেঁধে নেমেছে পুলিশ প্রশাসন। এই অবস্থায় দুর্গাপুজো বন্ধের চেষ্টা মানুষ ভাল ভাবে নেবে না বলেই মনে করছে তৃণমূল।
আজ হাইকোর্টে দায়ের হওয়া মামলায় দাবি করা হয়েছে, কেরলে ওনাম উৎসবে বিধি না মানায় করোনা সংক্রমণ তারপরে বহুগুণ বেড়ে গিয়েছে। তাই ওই ঘটনা থেকেই এ রাজ্যে দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত করা থেকে সরে আসা উচিত। এ প্রসঙ্গে সুপ্রিমকোর্টের মহরমের মিছিল বন্ধ করা এবং মহারাষ্ট্র গণেশ চতুর্থীতে শোভাযাত্রা বন্ধের উদাহরণও মামলায় টেনে আনা হয়েছে। মামলায় দাবি করা হয়েছে, ধর্মাচরণে কোন বাধা দেওয়া হচ্ছে না। কিন্তু উৎসব করলে তাতে করোনা সংক্রমণের ফলে রাজ্যের মানুষের জন্য ক্ষতিকারক হতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version