কলকাতা ব্যুরো: প্রত্যাশা মতোই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোকে আরও বড় দায়িত্ব তৃণমূল কংগ্রেসের। লুইজিনহো ফালেইরো-কে রাজ্যসভার প্রার্থী করছে তৃণমূল কংগ্রেস। অর্পিতা ঘোষের ইস্তফার পর রাজ্যসভার যে আসনটি শূন্য ছিল তাতেই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রার্থী করলো ঘাসফুল শিবির।

শনিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টে টুইট করে খবরটি জানানো হয়। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি পদে নিয়োগ করা হয় লুইজিনহো ফালেইরোকে। তখনই ইঙ্গিত মিলেছিল প্রবীণ রাজনীতিবিদকে আরও বড় কোনও দায়িত্ব দেওয়ার কথা ভাবছে দল।

অসমের পর সম্ভবত এই প্রথম গোয়ার কেউ পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় যাচ্ছে। ত্রিপুরার সঙ্গে সঙ্গে গোয়া বিধানসভাও এখন ঘাসফুলের পাখির চোখ। গোয়ার অন্যতম জনপ্রিয় নেতাকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত সেরাজ্যে ভোট ব্যাঙ্কে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

মমতা বন্দ্যোপাধ্যায়-এর গোয়া সফরের আগেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি হিসেবে নিযুক্ত হন ফালেইরো। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নির্ধারিত গোয়া সফরের আগেই রাজ্যসভার প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গ থেকে ঘোষিত হল গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম।

Share.
Leave A Reply

Exit mobile version