কলকাতা ব্যুরো: ব্যারাকপুরের বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের প্রতিবাদে আজ টিটাগড়ে ফের বিজেপির হল্লা মিছিল। ওই মিছিলে থাকার কথা বিজেপি নেতা মুকুল রায়, কৈলাশ বিজয়বার্গীয়, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং দের। এই মিছিলকে ঘিরে আজও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে ব্যারাকপুর, টিটাগড় এলাকা।
মনীশ হত্যার পর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এলাকায় শান্তি প্রতিষ্ঠার দাবিতে সম্প্রতি মিছিল করে তৃনমূল। আজ আবার বিজেপির মিছিল। এর ফলে এলাকা উত্তপ্ত হওয়ার আশঙ্কা থাকছে। এদিকে এই তদন্তে ধৃত তিনজনকে জেরা করে বিহারের কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং এর যুক্ত থাকার কথা জানতে পেরেছে সিআইডি-র তদন্তকারীরা। বর্তমানে নালন্দা জেলে বন্দি ওই দুষ্কৃতী। সেই ভিন রাজ্যের ৬ জন সুপারি কিলার এবং অস্ত্র জোগানের ব্যবস্থা করে দিয়েছিলো বলে অভিযোগ। তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছিলো সিআইডি। সম্ভবত ২৮ অক্টোবর তাকে নিজেদের হেফাজতে পেতে চলেছে সিআইডি।